সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
সোমবার (১৬ জুন) বেলা ১১টার পর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
এসময় সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ পুরোপুরি বাতিল না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। পরে অধ্যাদেশ বাতিলের দাবিতে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।
ঈদের ছুটির আগে অর্থ, আইনসহ কয়েকজন উপদেষ্টার কাছেও স্মারকলিপি দিয়েছিলেন ঐক্য ফোরামের নেতারা।
তাদের দাবির প্রেক্ষিতে অধ্যাদেশটি পর্যালোচনায় ৪ জুন আইন উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার। এই কমিটি বৈঠক করে কিছু সংশোধিত প্রস্তাব উপদেষ্টা কমিটির বৈঠকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
গেলো ২৫ মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই তা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।