সেকশন

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
 

শত বছরের পুরনো বৌদ্ধ মন্দিরের জায়গা বেদখল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫৩ পিএম

কুয়াকাটায় রাখাইন পল্লীতে ১১১ বছরের পুরনো বৌদ্ধ মন্দিরের জায়গা দখল করেছে ভূমি দস্যু চক্র। এই দখলে দুর্ভোগের মুখে পড়েছেন পর্যটকরা।

আর, হয়রানিতে পড়ছে রাখাইন নারীরা। জায়গা দখলমুক্ত করতে মন্দির কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে।

অন্যদিকে উল্টো মামলা করেছে দখলদাররা। সেই সঙ্গে স্থানীয়দের দেখে নেয়ারও হুমকি দিচ্ছে। এতে নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছেন না সেখানকার বাসিন্দারা।

কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত রাখাইন সম্প্রদায়ের একটি গ্রামের নাম মিশ্রিপাড়া। সেখানে রয়েছে একটি বড় বৌদ্ধ মন্দির।

ধারণা করা হয় সেই মন্দিরে রাখা বৌদ্ধ মূর্তিটি আকারে উপমহাদেশের সবচেয়ে বড়। আছে সেই ইয়াঙ্গুন থেকে আনা বিশালাকৃতির প্রাচীন ঘণ্টা।

এছাড়া এই মন্দিরের কাছে আমখোলা গ্রামে রয়েছে রাখাইনদের সবচেয়ে গ্রাম। যেখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

১৯১১ সালে প্রায় দুই একর জমির ওপর তৈরি হয় দৃষ্টিনন্দন সেই মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির। জার্মান সরকারের সহায়তায় ২০১৪ সালে তারকাটায় ঘিরে দেয়া হয় মন্দির প্রাঙ্গণ।

গুরুত্বপূর্ণ এই মন্দির প্রাঙ্গণ ভাড়ার নাম করে দুই বছর ধরে দখল করে রেখেছে সেলিম মাওলানার দল। বারবার উঠে যাওয়ার কথাও বললে দিচ্ছে হুমকি।

দখলদারদের কারণে দুর্ভোগে পড়ছেন সেখানে বেড়াতে যাওয়া পর্যটকরা। সেই সঙ্গে হয়রানির শিকার হচ্ছেন রাখাইন নারীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, রাখাইনদের দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারে প্রশাসনের দ্রুত সচেষ্ট হওয়া প্রয়োজন।

আরও পড়ুন: ৭৭ বছর পর আন্না ফ্রাঙ্ককে ধোঁকা দেওয়া সন্দেহভাজন শনাক্ত

আর, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, দখল অভিযোগের তদন্ত শেষ হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেবেন তারা।

১৭৮৪ সালে পটুয়াখালীতে ১১২ পাড়ায় রাখাইন সম্প্রদায়ের মানুষরা থাকতেন। এখন কমতে কমতে রয়েছে মাত্র ৩১টি রাখাইন পল্লী।

একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পাবলিক টয়লেটের দরজা ভেঙে নুর হোসেন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। 
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ঘুরতে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।
আবারও উত্তপ্ত লোহিত সাগর। ইয়েমেনের হোদেইদা উপকূলে সোমবার একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় দুই জন ক্রু সদস্য নিহত হয়েছে এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। পর্যবেক্ষক সংস্থাগুলোর...
ভয়াবহ দাবানল থেকে রক্ষা করতে স্পেনের উত্তর-পূর্ব তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্স। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রায় তিন হাজার...
ইরান থেকে আরও ১০ লক্ষ মানুষকে আফগানিস্তানে ফেরত পাঠানো হতে পারে সতর্ক করেছে রেডক্রস। আন্তর্জাতিক এই দাতব্য সংস্থাটি জানিয়েছে, তেহরান আরও ১০ লক্ষ আফগানকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।...
ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিন গড়িমসি করায়, কিয়েভকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপর, মঙ্গলবার ক্রেমলিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত