মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে আগুনে পুড়ে গেছে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান।
রোববার (২৭ মার্চ) রাত সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুন্সীগঞ্জ ফায়ার ষ্টেশনের সিনিয়র অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ, কমলা ঘাট ও টংগিবাড়ির তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা কাজ করে ১২টার আগে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: পরিত্যক্ত খালে মিললো মানবকঙ্কাল
আগুন লাগার প্রাথমিক কারণ এখনো জানা যায়নি৷। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
একাত্তর/এসজে