সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজা পাওয়া আসামির নাম অজিরন বেগম (৩৯)। তিনি জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের বাসিন্দা।
সোমবার (৩১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান।
মামলার বিবরণে জানা যায়, নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে বিয়ে হয় নজির বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ির সঙ্গে আমেনার বিবাদ লেগেই থাকতো। ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে নজির বেগম তার শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় শ্বশুর সাখাওয়াত হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বড় এলাকা
মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়া বিচারক এ রায় ঘোষণা করেন।
একাত্তর/এসি