সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

যাবজ্জীবনের রায়ে আসামিদের অট্টহাসি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

আপডেট : ১৫ মে ২০২৪, ০৯:৫৮ পিএম

আদালতের রায় ঘোষণার পর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের প্রত্যেকের মুখেই ছিলো অট্টহাসি! এসময় এক আসামি তার স্বজনদের উদ্দেশে বলেন, ‘অল্প সময়ের মধ্যে বের হয়ে আসবো, নো টেনশন।’  

বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এমন ঘটনা ঘটেছে। আসামিদের এমন আচরণে ভীতসন্ত্রস্ত ভুক্তভোগী পরিবার। নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তারা।  

এর আগে রাজবাড়ীতে আলোচিত মঞ্জু শেখ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত। এছাড়া অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলের পাড়া এলাকার সুলতান মৃধার ছেলে শাহাদাৎ মৃধা অরুপে লাভলু, বিল্লাল মোল্লার ছেলে মো. মনোয়ার হোসেন অরুপে মনু, মো. বাতেন সরদারের ছেলে মো. রিপন সরদার ও আক্কাছ শেখের ছেলে মো. কোবাদ শেখ।

আর তিন বছরের সাজাপ্রাপ্ত অপর আসামি হলেন- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মো. ফিরোজ বেপারীর ছেলে রুবেল বেপারী। রায় ঘোষণার সময় শাহাদাৎ মৃধা ছাড়া অন্য চার আসামি আদালতে হাজির ছিলেন।

মামলা ও আদালত সূত্র জানা যায়, আসামিরা ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে ভাড়ায় চালানো মোটরসাইকেল চালক মঞ্জু শেখকে ফোনে ডেকে নিয়ে যান। ওই রাতেই মঞ্জুকে হত্যা করা হয় এবং চরদৌলতদিয়া আইনউদ্দিন বেপারী পাড়া এলাকায় একটি খালে তার মরদেহ ফেলে রাখা হয়। পরদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় ২৭ অক্টোবর নিহতের পিতা বাবুল শেখ বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাবলু শেখ বলেন, আমি ছেলে হারিয়েছি। অন্তত একজন আসামির ফাঁসি হলেও আমি খুশি হতে পারতাম। আসামিরা যেভাবে হেসে হেসে আমার সামনে দিয়ে চলে গেলো, এতে আমি আরও আতঙ্কিত হয়ে পড়ছি।

জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পেয়ে এ মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও একজনের তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে। বিচার প্রার্থী ন্যায়বিচার পেয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি।

আরবিএস
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট জনকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।
কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুর জেলা জজ আদালতে জামিন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন। 
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাংলাদেশে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। আন্তঃকোম্পানি ঋণ এবং শক্তিশালী ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত