নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-নড়াইল মহাসড়কের নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতাল ও ঢাকায় নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুয়াশাচ্ছন্ন ভোরে হাওয়াইখালী ব্রিজের পশ্চিম পাশে পার্কিং দিকে স্থানীয় একটি ট্রাক পূর্বমুখী ব্রিজে প্রবেশ করছিলো। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মুরগির পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও ট্রাকের চালকসহ মোট ছয় জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
তুলারামপুর হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।