রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি পাঙাস মাছ ধরা পড়েছে। যা বিক্রি হয়েছে সাড়ে ২৯ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে পদ্মা ও যমুনার মোহনায় জেলে কালাম হলদারের জালে মাছটি ধরা পরে।
দৌলতদিয়ার মাছের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে মাছটি এক হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেয় চান্দু মোল্লা মৎস্য আড়ত।
আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, এক হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেয়ার পর ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট সাড়ে ২৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মূলত পদ্মা নদীর পানি বাড়ার ফলে ও নদীতে সরকারি নিষেধাজ্ঞা সফল হওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় আকৃতির মাছ ধরা পরেছে।