রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) সকালে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- কশবামাজাইল ইউনিয়নের ১৭ বছর বয়সী এক কিশোর ও একই এলাকার হাসমত আলী (১৮)।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলো দুই শিক্ষার্থী। পথে নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে ওই কিশোর ও হাসমত তাদের পথরোধ করে পাশের পানের বরজে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়।
রাজবাড়ীর সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, এ বিষয়ে বিকেলে ওই দুই শিক্ষার্থীর পরিবার থানায় মামলা দায়ের করেছে। দুই আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।