রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুইটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি! উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে এমন ঘটনা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৯২ জন। আর ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার দুই ১৪২ জন।
এ বিষয়ে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলফাজ উদ্দিন জানান, তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রটি দুর্গম ও হেলিসট এলাকা। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এসময়ের মধ্যে কোনো ভোটার কেন্দ্রে আসেননি।
তবে কেন বা কী কারণে ভোটাররা কেন্দ্রে আসেননি, তা তারা জানেন না বলে জানান তিনি।
এদিকে, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের কেন্দ্রে কোনো ভোটারই আসেননি। একটিও ভোট পড়েনি এখানে। এছাড়া সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ১০ টি কেন্দ্রে কোনো প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না ।’
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত দলের ভোট বর্জন ও হুমকিতে ভীত হয়ে কেন্দ্রে কেও এজেন্ট হতে রাজি হয়নি।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, এ বিষয়ে আমি কোনো তথ্য জানিনা। কারণ আমার কাছে এখন পর্যন্ত কেন্দ্রগুলোর ভোটের ফলাফল পৌঁছায়নি। ফলাফল পেলে বিস্তারিত বলতে পারবো।