সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

বাঘাইছড়ির দুই কেন্দ্রে একটিও ভোট পড়েনি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুইটি কেন্দ্রে কোনো ভোট পড়েনি! উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটে এমন ঘটনা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১৯২ জন। আর ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার দুই ১৪২ জন।

এ বিষয়ে বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আলফাজ উদ্দিন জানান, তার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রটি দুর্গম ও হেলিসট এলাকা। নিয়ম অনুসারে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে এসময়ের মধ্যে কোনো ভোটার কেন্দ্রে আসেননি। 

তবে কেন বা কী কারণে ভোটাররা কেন্দ্রে আসেননি, তা তারা জানেন না বলে জানান তিনি।

এদিকে, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘আমাদের কেন্দ্রে কোনো ভোটারই আসেননি। একটিও ভোট পড়েনি এখানে। এছাড়া সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের ১০ টি কেন্দ্রে কোনো প্রার্থীর পোলিং এজেন্টও ছিলেন না ।’

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন জানান, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত দলের ভোট বর্জন ও হুমকিতে ভীত হয়ে কেন্দ্রে কেও এজেন্ট হতে রাজি হয়নি।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, এ বিষয়ে আমি কোনো তথ্য জানিনা। কারণ আমার কাছে এখন পর্যন্ত কেন্দ্রগুলোর ভোটের ফলাফল পৌঁছায়নি। ফলাফল পেলে বিস্তারিত বলতে পারবো।

 

একাত্তর/জো
রাঙ্গামাটিতে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)মধ্যে গোলাগুলি হয়েছে।...
রাঙ্গামাটিতে প্রসবের সময় একটি মা হাতিসহ নবজাতক শাবক মারা গেছে। বনবিভাগের তথ্য বলছে, হাতিটি শাবক প্রসবের সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। এমনকি শাবকটি পুরোপুরি ভূমিষ্ঠ করতে পারেনি মা...
রাঙ্গামাটির কাউখালি উপজেলায় অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘গোপন আস্তানার’ সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে কয়েকটি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। তবে আগুন এতোটাই ছড়িয়ে পড়েছে যে, ঠিক কতোটি রিসোর্ট-কর্টেজে আক্রান্ত হয়েছে তা এই মুহূর্তে ঠিক করে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের ১১টি...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত