কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের জেরে গাড়ি পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘট শুরুর ১২ ঘণ্টার মাথায় তা প্রত্যাহার করা হলো।
রোববার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতৃবৃন্দ।
গণপরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চুয়েটে বাসে আগুনের ঘটনায় মামলা নেওয়া ও ক্ষতিপুরণসহ চার দফা দাবি জেলা প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়ার আশ্বাসে চট্টগ্রামসহ পাঁচ জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান ও পরিবহণ শ্রমিক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।