প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা পশু-পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা পূরণ করছি।
শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। এই স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর এই সম্মেলিত প্রচেষ্টাতেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।
সালমান বলেন, আপনারা আমাকে দ্বিতীয়বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজ করে যাচ্ছি। আমি দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব করছি।
তিনি বলেন, প্রাণীসম্পদ খাত সরকারের একটি অংশ। এই খাতকে স্মার্টখাতে পরিণত করতে পারলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেমন উন্নত হবে ঠিক তেমনি দেশের বেকার সমস্যা দূর হবে। তাই আপনারা বেকার না থেকে ছোট ছোট খামার তৈরি করে নিজেরা স্বাবলম্বী হোন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের নারী সংসদ সদস্য আনার কলি পুতুল, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারজানা জাহানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।