সেকশন

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
 

মাদারীপুরে ডাকাতি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম

মাদারীপুরে সাবেক এক ব্যাংক কর্মকর্তাসহ পাশের আরও একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এক গৃহস্থের অভিযোগ, অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। অন্য গৃহস্থ জানিয়েছেন, ডাকাতরা মোবাইল ফোন লুট করার পর প্রতিবেশীরা টের পেলে ডাকাতরা পালিয়ে গেছে।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে জেলার শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার হাজী মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মাঝরাতে ৮-১০ জনের একদল ডাকাত দোতলা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণসহ অন্য মালামাল লুট করে। এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় প্রবেশ করে ডাকতরা। একইভাবে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে মুখোশধারী ডাকাতরা পালিয়ে যায়। 

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মোকতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে পালিয়েছেন স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।
মেসার্স অটো স্পিনিং লিমিটেডের ২৫ কোটি টাকার অগ্নিবীমা দাবি মিটালো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)।
আশিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায়। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত