সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চার

আপডেট : ০১ মে ২০২৫, ০৪:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইলে অ্যান্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার দুই সিকিউরিটি গার্ডসহ চার জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন -সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও সাইফুল।

রূপগঞ্জ থানার এসআই শেখর মল্লিক জানান, সকাল পৌনে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানায় প্রধান গেটের পাশে কারখানার গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে থাকা সিকিউরিটি গার্ডের রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও সাইফুল দগ্ধ হয়।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইফুলকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শন করে।

তিতাস গ্যাস ট্রান্সমিশনের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কারখানা বন্ধ ছিলো, গ্যাসের অতিরিক্ত তেমন চাপ ছিলো না। কি কারণে গ্যাস বিস্ফোরণ ঘটছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কারখানার গ্যাস সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া আশেপাশের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গ্যাস বিস্ফোরণে আগুনের সংবাদ পেয়ে আমরা কাছাকাছি আসলে তেমন আগুনের ঘটনা ঘটেনি বলে কারখানা কর্তৃপক্ষ আমাদের আসার জন্য না করে। পরে জানতে পারি বিস্ফোরণের বড় ধরনের ঘটনা ঘটেছে। ৪ জন দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে গ্যাসের চাপ বেশি থাকার কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন নামে এক ভুয়া সহকারী পুলিশ সুপার পরিচয়ধারী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন। পরে ওই ছাত্রলীগ নেতাকে...
নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে পারাপারের সময় ফেরি থেকে পড়ে সিএনজিচালিত অটোরিকশাসহ দুই নারী যাত্রী নিখোঁজের ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত