সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

জামালপুরে নির্দিষ্ট একটি বাস বন্ধের দাবি বৈষম্যবিরোধীদের

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

জামালপুরে রাজিব পরিবহন নামে একটি বাস বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এই বাসের কারণে অনেকে মারা যাচ্ছে। তাই এমন দাবি। এদিকে তাদের এমন দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বন্ধ করে দেন বাস, মিনিবাসসহ সিএনজিচালিত অটোরিকশা। রোজার শুরুতেই সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জেলার যাত্রীরা।

সোমবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিক ইউনিয়ন। এসময় শিক্ষার্থী ও শ্রমিকদের কথাকাটাকাটি হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দাবি, জামালপুরে রাজিব বাসের কারণে প্রাণ হারাচ্ছে অনেকে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানান তারা। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের দাবি জানান তারা।  

তবে শ্রমিকদের দাবি, আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে জেলার সব বাস-মিনিবাস ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়। 

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আবিদ সৌরভ ও যুগ্ম আহবায়ক আফরিন জান্নাত আঁখি বলেন, জামালপুরে রাজিব বাসের কারণে অনেকেই প্রাণ হারাচ্ছে। তাই রাজিব বাস বন্ধের দাবি জানাতে আমরা আন্দোলনে নেমেছি। এছাড়াও পুরো জেলায় বাস সার্ভিস সংস্কারের জন্য এই আন্দোলন। কিন্তু এসময় বাস শ্রমিকরা আমাদের ওপর চড়াও হয়। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। সব বাস চললেও রাজিব বাস চলতে দেওয়া হবে না। এর ব্যতয় ঘটলে আরও বড় আন্দোলনে যেতে পারি। 

এদিকে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, আলোচনার জন্য ডাকা হলে উল্টো মারমুখী অবস্থানে যায় ছাত্ররা। এতে আহত হয় এক শ্রমিক। তাই নিরাপত্তার স্বার্থে সারা জেলার সকল বাস-মিনিবাস ও সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

জামালপুর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো. আতিক জানান, বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এছাড়াও বাস চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

একাত্তর/এসি
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে আদালতে সরকারি ফান্ডে টাকা দাবির...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত