সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

কোর্টে তিন উকিলকে পেটানের অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদন করায় বৈষম্যবিরোধী ছাত্রদের হামলায় তিন আইনজীবী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন দলের আইনজীবীরা। অনেকের দাবি, তারা আদালত প্রাঙ্গণেই মবের শিকার হলেন। যা এই পেশার ওপর সরাসরি আঘাত।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা জজ আদালতে প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি ফজলুল হক জানান, ইসলামপুর থানার নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় জিআর আমলি আদালতে আসামি সবুজের পক্ষের আইনজীবী আব্দুল ওয়াহেদ ও নজরুল ইসলাম তরফদার জামিন আবেদন করেন। আদালতে জামিন নাকচ হয়।

এদিকে জামিন আবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে এর প্রতিবাদ জানায়। এ সময় আদালত চত্বরে শিক্ষার্থীদের হামলায় প্রবীণ আইনজীবী খলিলুর রহমান, আইনজীবী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী আহত হন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে বিক্ষুব্ধ জনতা।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রিশাদ রেজওয়ান বাবু সাংবাদিকদের জানান, আদালতে ন্যায় বিচার চাওয়ার অধিকার সবার রয়েছে। তাই বলে আইনজীবীর ওপর হামলা হবে! হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। 

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরাও। আদালত অঙ্গনে আইনজীবীর ওপর হামলার ঘটনা দুঃখজনক বলেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ওয়ারেছ আলী মামুন। হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আওয়াল। অনেক আইনজীবীর দাবি, আদালত প্রাঙ্গণেই তারা মবের শিকার হলেন। যা এই পেশার ওপর সরাসরি আঘাত।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসানের ইখলাসের দাবি, আইনজীবীদের অভিযোগ সঠিক নয়। বৈষম্যবিরোধী ব্যানারে সেখানে কেউ হামলা করেনি। বরং আইনজীবীদের হামলায় ছাত্রদের তিন জন আহত  হয়েছে। 

এদিকে হামলার ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থার আশ্বাস দিয়েছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

একাত্তর/এসি
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা এবং নালিতাবাড়ীর সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে আদালতে সরকারি ফান্ডে টাকা দাবির...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত