বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান অস্কারের ৯৪তম আসরেসেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ। সেরা পরিচালক নিউজিল্যান্ডের নারী নির্মাতা জেন ক্যাম্পিয়ন। সেরা নারী অভিনেতা জেসিকা চ্যাস্টেইন। আর, সেরা সিনেমা কোডা।
একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবি গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সিয়ান হেডারের সিনেমা কোডা'ই এনে দিলো সেরা চলচ্চিত্রের অস্কার। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসা ৯৪তম আসরে যেন চমকে দেয় কোডা টিম।
এই চলচ্চিত্র থেকে রুবির অনস্ক্রিন বাবা বধির অভিনেতা ট্রয় কোট সুর সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েন।
এবার সবচেয়ে বেশি আলোচনায় থাকা দ্য পাওয়ার অব দ্য ডগ থেকেসেরা পরিচালকের পুরস্কার পেলেন নারী নির্মাতা জেন ক্যাম্পিয়ন।
এর আগে মনোনয়ন পেলেও এবারই প্রথম অস্কার আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতে কেঁদে ফেলেন উইল স্মিথ। টেনিস খেলোয়াড় ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা হিসেবে কিং রিচার্ড ছবিতে অভিনয় করেই অস্কারজয় স্মিথের।
আর দ্য আইস অব ট্যামি ফে থেকে সেরা অভিনেত্রীর অস্কার জিতে নেন জেসিকা চ্যাস্টেইন। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ওয়েস্ট সাইড স্টোরি খ্যাত আরিয়ানা ডিবোস।
আরও পড়ুন: শতভাগ হজযাত্রীর সৌদি ইমিগ্রেশন এবার ঢাকাতেই
তবে ৯৪তম আসরে রাজত্ব করেছে সায়েন্স ফিকশনধর্মী ছবি ‘ডুন’ সব মিলিয়ে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি। আর ইউক্রেনের সংহতি জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয় অস্কার মঞ্চে।
এবারের আয়োজন দিয়ে মহামারির পরে আবারও পুরনো রূপে ফেরে অস্কার। বিয়ন্সে, বিলি আইলিশের মন মাতানো পারফর্মেন্সে মুগ্ধ দর্শককূল।
তবে অস্কার মঞ্চে স্ত্রী জেডাকে নিয়ে রসিকতা করায় উপস্থাপক ক্রিস রককে উইল স্মিথের চড় মারার ঘটনাই হয়ে ওঠে শিরোনাম। পরে সেরা অভিনেতার পুরস্কার নেয়ার সময় ক্ষমা চান স্মিথ।
একাত্তর/আরবিএস