ওপার বাংলার সিনেজগতে এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। পরীক্ষার ফল পজিটিভ হবার সঙ্গে সঙ্গে নিভৃতবাসে চলে গেছেন তিনি।
অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার (৬ আগস্ট) রাতে সায়নী লেখেন, জ্বর, সর্দি বা কাশির মতো কোনও উপসর্গই নেই।
তারপরও গেলো কয়েক দিনে যারা যারা তার সংস্পর্শে গেছেন তাদেরকে দ্রুত কোভিড পরীক্ষা করিয়ে নেয়ার অনুরোধও করেছেন ‘আমার মা’ খ্যাত এই অভিনেত্রী।
বেশ কিছু রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও আপাতত তা বাতিল করতে হয়েছে তাঁকে। সে জন্য দুঃখপ্রকাশও করেছেন তিনি।
আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। শেষে আশার কথা শোনা গিয়েছে তাঁর কাছ থেকে। সায়নী লিখেছেন, ‘দ্বিগুণ উদ্যমে খুব শিগগিরই ফিরে আসব।’
পশ্চিমবঙ্গের গত বিধানসভার নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে হেরে যান সায়নী ঘোষ। তবে এরপর থেকে তিনি অভিনয় ছেড়ে পাকাপাকিভাবে রাজনীতিতে নেমে পড়েন।
একাত্তর/এসজে