হালে বেশ আলোচিত নাম মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা। আর একদিন পরই মুক্তি পাবে তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। রফিক সিকদার পরিচালিত এই ছবিতে সুবহার বিপরীতে আছেন অভিনেতা শিপন মিত্র। এছাড়াও আছেন ওমর সানী, শাহনূরসহ অনেকে।
প্রথম সিনেমার মুক্তির আহ থেকেই হুমায়ারা সুবাহ সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পরিচিত এক নাম। নানা ঘটনায় নানা মন্তব্যে তিনি চর্চ্চিত হয়েছেন নেটিজেনদের কাছে। সেখানে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে অনেক বিষয়ই এক ওয়াল থেকে অন্য ওয়ালে ঘুরেছে।
সেসব পেছনে ফেলে এখন সুবাহ কেবলই ব্যস্ত তার প্রথম সিনেমা নিয়ে। এজন্য তার টেনশনে ঘুম হচ্ছে না। বুধবার ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, হায় আল্লাহ! আমি তো মুভি রিলিজ এর টেনশনে ঘুমাতে পারছি না।
তার এমন পোস্টে শুভাকাঙ্ক্ষীরা অবশ্য সাড়া দিয়েছেন। প্রিয় তারকাকে শুভ কামনো জানানোর পাশাপাশি সিনেমাটি সাফল্য পাবে বলেও মন্তব্য করেছেন অনেকে। সিনেমা নিয়ে সুবাহ বলেন, এই সিনেমা আমার জীবনের একটা অর্জন। কেননা এটার গল্প অনেক সুন্দর।
এছাড়া বুধবার এই বাংলা দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সুবাহ বলেন, চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং তার সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন। শাকিব খানকে বাংলাদেশের সম্পদ বলেও মনে করেন তিনি।
সুবাহ বলেন, শাকিব খানের কাছে যারা যাচ্ছেন তারা জেনে-বুঝেই যাচ্ছেন, নিজের ইচ্ছাতেই যাচ্ছেন। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাঁদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাঁদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না।
তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার।
একাত্তর/এআর