সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

চড়কাণ্ডে কঙ্গনার পাশে দাঁড়ালেন করণ

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক যেন সব সময় হাত ধরাধরি করে হাটে। প্রথমবার লোকসভা নির্বাচনে নাম লিখিয়ে বিজয়ীর বেশে ফিরতে না ফিরতেই জড়িয়ে গেলেন চড়কাণ্ডে, যা নিয়ে চর্চা এখনও তুঙ্গে। কেউ বা পক্ষ নিয়েছেন বিজেপির সংসদ সদস্যের প্রতি, কেউ বা বিপক্ষে।

এবার কঙ্গনার চড়কাণ্ড নিয়ে মুখ খুললেন বলিউডের নামকরা চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। অথচ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাদা ছোড়াছুড়িও কম হয়নি দু’জনের মধ্যে। গত প্রায় ৬ বছর ধরে সম্পর্কের অবনতি হয়েছে বই কোন উন্নতি হয়নি। অবশেষে চড়কাণ্ডে গললো দু’জনের মধ্যে জমাট বরফের।

বলিউড কুইন ও বিজেপি সাংসদ কঙ্গনার চড়কাণ্ডে কঙ্গনারই পাশে দাঁড়ালেন করণ জোহর। সামাজিক মাধ্যমে এক পোষ্টে এই নামী পরিচালক সোজা জানিয়ে দেন, কাউকে মারধর করা এবং অপমানকে সমর্থন করেন না তিনি। নিরাপত্তারক্ষীর চড় মারাকে ‘উগ্রতা’ হিসাবেই দেখছেন তিনি।

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারেন নারী জওয়ান কুলবিন্দর কৌর। তা নিয়ে শোরগোল শুরু হয় গোটা ভারতজুড়ে। ‘কাভি খুশি কাভি গম’ আর ‘কুচ কুচ হোতা হ্যায়’ খ্যাত পরিচালক করণ আরও লেখেন, কোনও পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী কুলবিন্দরকে মোটেও সমর্থন করেন না তিনি।

২০১৭ সালে পরিচালক করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ কঙ্গনা ‘স্বজনপ্রীতির পতাকাবাহী’বলে করণকে অভিহিত করার পর থেকেই বিবাদে জড়িয়ে পড়েছেন তারা৷ বছরের পর বছর ধরে করণের সমালোচনা করেছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে ‘মুভি মাফিয়া’ হিসাবে তাকে সম্বোধনও করেছেন কঙ্কনা।

এনএন/এআরএস/আরএ
বিগত দু’দিন নিজের জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে ঢাকার সিএমএম আদালত।
নিউইয়র্ক সিটিতে সম্প্রতি হয়ে গেলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘মেট গালা’ ফ্যাশন প্রদর্শনী। ভারতীয় তারকারা এবার দ্যুতি ছড়িয়েছেন এই ইভেন্টে।
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের মধ্যে রিজিওনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 
জাপান সরকার ও অন্যান্য বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান কর্তৃক কয়লা ও এলএনজি প্রকল্পগুলোতে বিনিয়োগ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদীচী সংক্রান্ত খবরে উদ্বেগ জানিয়েছেন উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত