মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
বুধবার (৯ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় আঘাত হানার চারদিন পর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে নিহতদের খবর আসছে। এতে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত শনিবার ভারত মহাসাগরের তীরে অবস্থিত মাদাগাস্কারে আছড়ে পরে ঘূর্ণিঝড় বাতসিরাই। এতে দেশটির দক্ষিণপূর্ব উপকূলে ধংস হয়ে যায় বহু বাড়িঘর ও বিদ্যুৎ সংযোগ। দুইদিন ধরে চলা এই ঘূর্ণিঝড়ে প্রায় ৯১ হাজার মানুষের ঘরবাড়ি বিনষ্ট হয়।
মাদাগাস্কারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, শুধুমাত্র ইকঙ্গো জেলাতেই কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এক জায়গায় এতো মানুষের মৃত্যু হলো তা জানতে তদন্ত চালানো হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেন উত্তেজনার মাঝে রাশিয়া-বেলারুশ যৌথ মহড়া
এর আগে ইকঙ্গোর সংসদ সদস্য জানিয়েছিলেন, ঘূর্ণিঝড়ে সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগেরই মৃত্যু হয় পানিতে ডুবে বা ঘরবাড়ির নিচে চাপা পড়ে।
এদিকে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ নিয়ে মাদাগাস্কারে পৌঁছেছে ফ্রান্স ও জার্মানির কর্মীরা।
গত কয়েক সপ্তাহে মাদাগাস্কার এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কবলে পড়লো। দুই সপ্তাহ আগে ঘূর্ণিঝড় আনার আঘাতে দেশটিতে ৫৫ জনের মৃত্যু হয়। ঘরবাড়ি হারান প্রায় এক লাখ ৩০ হাজার মানুষ।
একাত্তর/এসজে