রুশ বাহিনীকে হুশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ অঞ্চলে কোনও রুশ সেনা যুদ্ধাপরাধ করলে, তাদের বাহিনী সেই সেনাকে কবরে পাঠিয়ে দেবে।
রোববার রাতে কিয়েভ থেকে জাতির উদ্দেশে দেয়া এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, ‘কবর ছাড়া এই পৃথিবীতে আপনাদের জন্য কোন শান্ত জায়গা থাকবে না’।
রুশ বাহিনীকে সতর্ক করে জেলেনস্কি বলেন, ইউক্রেনে আগ্রাসনের সময় যদি কোনও রুশ সেনা ‘নির্বিচার খুন’ করে থাকে তাহলে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
যারা এমন ধরনের হামলার আদেশ দিয়েছেন ও যারা অপরাধে জড়িত তাদের বিচারের আওতায় আনতে ‘ট্রাইব্যুনাল’ গঠনের আহবান জানান জেলেনস্কি।
আরও পড়ুন: মার্কিনরা মিগ ২৯ ও এসইউ ২৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে ইউক্রেনে
জেলেনস্কি রুশ সেনাদের উদ্দেশ্যে আরও বলেন, তাদেরকে সতর্ক করে জানানো হয়েছিল যে তারা ইউক্রেনে আক্রমণের সময় ইচ্ছাকৃত হত্যার জন্য এক সময় বিচারের মুখোমুখি হবে।
তিনি বলেন, ‘ইউক্রেনে এরকম কত পরিবার মারা গেছে? আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। এই যুদ্ধে যারা নৃশংসতা করেছে আমরা তাদের সবাইকে শাস্তি দেব আমাদের ভূমিতে’।
এ সময় মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পশ্চিমা নেতাদের আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আগ্রাসন পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।
একাত্তর/এসজে