ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল দাবি করেছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার দেশ ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, যুদ্ধের পরে ইউক্রেনের পুনরুদ্ধারের জন্য রাশিয়াকে এই অর্থ প্রদান করতে হবে। ইউক্রেন মিত্রদের কাছ থেকেও আর্থিক সহায়তা চাইবে বলেও জানান শ্যামিহাল।
তিন প্রতিবেশী দেশ চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ডেনিস। রাজধানী কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউর মধ্যে এই তিন নেতা সেখানে যান।
তবে, যুদ্ধে যদি ইউক্রেন জয়লাভ করে, তাহলে ঠিক কীভাবে রাশিয়ার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যেতে পারে, সে বিষয়ে কিছু না জানাননি শ্যামিহাল।
ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানাতে এই সফরের আয়োজন করেছেন ইউরোপীয় প্রধানমন্ত্রীরা।