ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫ লাখ ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ডে সীমান্ত অতিক্রম করে বিদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।
ইউএনএইচসিআর'র বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে মঙ্গলবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ এক সংবাদ সম্মেলনে বলেন, এটি ইউক্রেনের জনগণের জন্য আরেকটি দুঃখজনক মাইলফলক এবং এটি মাত্র এক মাসের মধ্যে অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, ইউক্রেনের ভেতরেই প্রায় ৬৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।
আপনি সমগ্র জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের দিকে তাকিয়ে আছেন, উল্লেখ করে তিনি বলেন, এই বহিঃপ্রবাহের গতি, মাত্রা এবং এই স্থানচ্যুতি সংকট সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।
এদিকে ইউক্রেনের শরণার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোবেলজয়ী রুশ সাংবাদিক ও মুরাতভ দ্য নোভায়া গেজেটা পত্রিকার প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ। নিজের নোবেল পদক নিলামে তুলছেন তিনি।
তিনি জানিয়েছেন, নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ইউক্রেনের শরণার্থী তহবিলে।
আরও পড়ুন: রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ চার
অন্যদিকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সেনা মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাদের সর্বশেষ বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রাশিয়ার ২০৯টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এছাড়া এক হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধযান, ২৫২টি কামান ধ্বংস হয়ে রাশিয়াত্র। তবে এমন দাবির কোনো নিশ্চিত প্রমাণ হাজির করেনি ইউক্রেন।
একাত্তর/আরবিএস