সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

মিয়ানমারে জাপানি চলচ্চিত্র নির্মাতার ১০ বছরের জেল

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

রাষ্ট্রদ্রোহিতা ও যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে জাপানের এক চলচ্চিত্র নির্মাতাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। 

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে জান্তা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে ছবি ও ভিডিও তোলার পর অভিযুক্ত টরু কুবোতাকে (২৬) গত জুলাই মাসে গ্রেপ্তার করা হয়েছিল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কুবোতার বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। একইসঙ্গে ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উসকে দিয়েছেন। 

চলচ্চিত্র নির্মাতার আইনজীবীর বরাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার (৫ অক্টোবর) কুবোতাকে রাষ্ট্রদ্রোহে তিন বছর এবং টেলি যোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে আরও ৭ বছরের সাজা প্রদান করা হয়েছে। আর অভিবাসন আইন লঙ্ঘনের শুনানি আগামী ১২ অক্টোবর ধার্য করেছে আদালত।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কুবোতার মুক্তির জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে এবং পাশপাশি আইনি লড়াইও চলবে।

এদিকে তারা মুক্তির দাবিতে জাপান ও মিয়ানমারে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ। 

আরও পড়ুন: গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের কাশির সিরাপ নিয়ে সতর্কতা

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নেতা অং সান সু চি’র সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে শুরু হয় জনতা বনাম জান্তা লড়াই।

অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনী হাতে প্রায় দুই হাজার তিনশ' মানুষ নিহত হয়েছে। রাজনৈতিক বন্দীদের সহায়তা সংস্থাগুলোর মতে, এখনও প্রায় ১২ হাজারের বেশি মানুষ আটক রয়েছে।


একাত্তর/আরবিএস 

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ১৪৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন চার হাজার ৫৮৯ জন।
মিয়ানমারের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দুই হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন চার হাজার ৫২১ জন।
৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৪০৮ জন।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নে জঙ্গিরা কোকেরনাগ জঙ্গল থেকে মনোরম বাইসারান উপত্যকা পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়েছিল।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় বাধা দিয়ে থামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে। এমনকি বক্তব্য শেষ শেষ করতে না দিয়ে ওই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত