সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৯:৫৪ এএম

ইউক্রেনে নতুন আতঙ্কের নাম 'কামাকাজি' ড্রোন। দেশটিতে চলমান রুশ সামরিক অভিযানে পুতিন প্রশাসন ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর কামাকাজি ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। ইউক্রেনের সাধারণ নাগরিকদের টার্গেট করার বিষয়টি অস্বীকার করলেও এ যুদ্ধে পুতিনের অন্যতম বিশ্বস্ত হাতিয়ার হয়ে উঠছে এ ড্রোন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা কামাকাজি হামলা দেখলো ইউক্রেন। তবে এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনও একই ধরনের ড্রোন ব্যবহার করেছে।  

সবশেষ সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় অন্তত তিন জন নিহত হয়েছে। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফলে ইউক্রেন যুদ্ধে কামাকাজি ড্রোন নিয়ে নতুন করে বিপাকে পড়েছে জেলেনস্কি প্রশাসন। 

image

ইউক্রেনে রুশ কামাকাজি'র হামলা

'কামাকাজি' নামটি যেভাবে এলো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের দ্বারা গৃহীত আক্রমণের কৌশল থেকে 'কামাকাজি' নামটি এসেছে। আত্মঘাতী মিশন অর্থাৎ বিস্ফোরক বোঝাই ফাইটার প্লেনের পাইলটরা শত্রুর সর্বোচ্চ ক্ষতি করতে সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতো এবং প্লেনসহ বিধ্বস্ত হতো। এরফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতো, পাশাপাশি শত্রু শিবিরে ছড়িয়ে পড়তো আতংক।  

পরবর্তীতে এই নামটি সেই ধরনের ড্রোনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেসব ড্রোন কোনো টার্গেটে সরাসরি আঘাত করে বিস্ফোরিত হয়। 

কামাকাজি'র নতুন সংস্করণ

আধুনিক কামাকাজি আগের তুলনায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে আরও বেশি দক্ষ। এই পদ্ধতিকে 'লয়েটারিং মিশন'ও বলা হয়, কারণ এরা কিছু সময়ের জন্য লক্ষ্যবস্তুর চারপাশে ঘোরাফেরা করতে পারে এবং লক্ষ্যবস্তু নির্ধারিত হলেই আক্রমণ করে। সাথে বিস্ফোরক বা অন্যান্য রাসায়নিক দ্রব্যও থাকতে পারে। 

অন্যদিকে জিপিএস সিস্টেম এবং ক্যামেরার মতো আধুনিক সুবিধাও থাকে। আঘাত করার আগ মূহুর্ত পর্যন্ত ছবি এবং তথ্য পাঠাতে সক্ষম এরা।

image

  

রুশ কামাকাজি

ইউক্রেনে ব্যবহৃত কামাকাজি ড্রোনগুলো ইরানের তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, গত আগস্টের শেষে রাশিয়া ইরানের কাছ থেকে এমন এক হাজার ড্রোন কিনেছে।

ইরানের এ কামাকাজি'র নাম 'শাহেদ-১৩৬'। ড্রোনগুলো তুলনামূলক ধীর গতির এবং মাটির অনেক কাছাকাছি উড়তে পারে। প্রপেলার (পাখা) চালিত ক্ষেপণাস্ত্র ঘরনার এ ড্রোনগুলোকে বাণিজ্যিক জিপিএস সিস্টেমের মাধ্যমে আপগ্রেড করা হয়েছে।

দ্রুত গতির না হলেও ড্রোনগুলো অনেক নিচ দিয়ে উড়তে পারে এবং বায়ু প্রতিরক্ষার জন্য তাদের শনাক্ত করা কঠিন। শহরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়, কিংবা লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে এ ড্রোনে গুলি করা হলেও তা লক্ষবস্তুতে আঘাত করতে পারে।

ড্রোনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা 

ইউক্রেনের বিমান বিধ্বংসী অস্ত্র ধ্বংস করতে এবং আকাশে দাপট ধরে রাখতে রাশিয়া ঝাঁকে ঝাঁকে কামাকাজি ব্যবহার করবে, এমনটাই বলছে ইউক্রেন। 

ইরানের শাহেদ ড্রোনগুলো ইলেকট্রনিক জ্যামিং এবং বিমান বিধ্বংসী কামানের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ইউক্রেনের জন্য যা অসুবিধাজনক। 

শাহেদ শত শত কিলোমিটার (ইরান দাবি করে ২০০০ কিলোমিটার) উড়তে পারে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। 

আরও পড়ুন: জেলা পরিষদের ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন

ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউক্রেন ইসরাইলের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরাইল দীর্ঘদিন ধরে ইরানের ড্রোন হামলার বিরুদ্ধে সফলভাবে নিজেদের রক্ষা করে আসছে। তবে এ বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কেউই এখন পর্যন্ত ইউক্রেনকে কামাকাজি'র রিরুদ্ধে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারেনি।


একাত্তর/আরবিএস

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহেই চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কোন শর্ত মেনে চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ বাহিনী এখনও সম্মুখসারিতে গোলাবর্ষণ ও হামলা...
রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শোনা যাচ্ছে, চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউক্রেন। ট্রাম্প-জেলেনস্কি...
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত