ম্যানচেস্টারে রোববার চীনের কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতায় বৃটেনে নিযুক্ত চীনের সিনিয়র একজন কূটনীতিক জড়িত বলে দাবি করেছেন এক ব্রিটিশ এমপি।
বৃটেনের হাউজ অব কমন্সে অন্যান্য এমপিদের সামনে এ দাবি উপস্থাপন করেন এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। খবর: বিবিসি।
অ্যালিসিয়া কেয়ার্নস দাবি করেন, চীনের কনসাল জেনারেলকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পোস্টার টেনে ছিঁড়ে ফেলতে দেখা গেছে। অর্থাৎ এতে কনসাল জেনারেল ঝেং সিয়ুয়ান জড়িত।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পদক্ষেপের পক্ষ নেয়া হয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, লোকজন বেআইনিভাবে অফিস চত্বরে প্রবেশ করেছিল। যেকোনো দেশের কূটনীতিকরাই তাদের অফিস চত্বরে বিক্ষোভ দমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
কিন্তু চীনের এই বক্তব্যের সঙ্গে ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতির অমিল রয়েছে বলে বিবিসির এই প্রতিবেদনে জানানো হয়।
বিবিসি জানায়, ভিডিওতে ওই অফিসের কর্মকর্তারা কনস্যুলেটের গেটের ভিতর থেকে একজন বিক্ষোভকারীকে টেনে নিচ্ছেন। তার ওপর হামলা করা হয়েছে। কনসাল জেনারেল প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার পর একজন হংকংয়ারকে ভয়াবহভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানকে নিয়ে বাইডেন প্রশাসনের সুর বদল
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, কয়েকজন বিক্ষোভকারীকে টেনে ভিতরে নিয়ে কর্মকর্তারা প্রহার করেন। তাদের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব কর্মকর্তা চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য। বিক্ষোভকারীদের প্রহার করার জন্য এ পার্টির সদস্যদের অনুমোদন দিতে পারিনা আমরা। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ করাতে চায়।
একাত্তর/জো