কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলায় ব্যবহৃত ড্রোনগুলোতে কানাডায় তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৩১ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত করা ড্রোনগুলোতে ব্যবহৃত 'ন্যাভিগেশন মডেল' পরীক্ষা করে সেগুলো কানাডায় তৈরি করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ন্যাভিগেশন রিসিভারের মেমোরি থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ওডেসা শহরের কাছে উপকূল থেকে ড্রোনগুলো চালনা করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে রাশিয়ার নৌবহরে ১৬টি ড্রোন হামলা চালায় বলে অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, হামলার পরই ড্রোনগুলোকে ভূপাতিত করতে সমর্থ হয় তারা।
রাশিয়া বলছে, 'শস্য করিডরের' নিরাপদ এলাকা দিয়ে যাওয়ার পর পথ পরিবর্তন করে সেভাস্তোপোলের দিকে অগ্রসর হয় ড্রোনগুলো।
ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানিতে ব্যবহৃত জাহাজ থেকে ড্রোনগুলো চালনা করে থাকতে পারে কিয়েভ বা তার পশ্চিমা মালিকেরা, দাবি রাশিয়ার।
আরও পড়ুন: ইমরান খানকে বহনকারী ট্রাকের চাপায় সাংবাদিক নিহত
এ হামলায় কিয়েভ যুক্তরাজ্যের সামরিক 'বিশেষজ্ঞদের' সহায়তা নিয়েছে বলেও অভিযোগ করেছে রাশিয়া। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য।
এদিকে, এ হামলার জেরে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিতে জাতিসংঘের মধ্যস্থতায় কিয়েভের সঙ্গে তিন মাস আগে হওয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো।
একাত্তর/এসজে