যুদ্ধ কবলিত ইউক্রেন সফরের কথা বিবেচনা করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
শুক্রবার (৬ জানুয়ারি) এক ফোনালাপে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একথা জানিয়েছেন তিনি।
জাপানি প্রধানমন্ত্রী বলেন, এই সফর নির্ভর করছে বিভিন্ন পারিপার্শ্বিক বিষয়ের ওপর। কিছু এখনও চূড়ান্ত হয়নি। খবর: আলজাজিরা।
জানা গেছে, ফোনালাপে জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি জাপানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিশিদা।
কিশিদা বলেন, রাশিয়ার চলমান আগ্রাসনের দৃঢ় নিন্দা জানিয়েছি। সর্বোচ্চ সহযোগিতা প্রদানের কথা তুলে ধরেছি। শীতে ইউক্রেনীয়দের জীবন রক্ষায় সহযোগিতা করবে জাপান।
প্রধান মন্ত্রিসভা সচিব হিরোকাজু মাতসুনো নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক ইউক্রেনে জাপানি দূতাবাসের মাধ্যমে কিশিদাকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আরও পড়ুন: বেলারুশে আবারো বিপুল রুশ সেনা ও সমরাস্ত্র সমাবেশ
কিয়েভ সফরের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কিশিদা বলেন, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির নিরিখে কিয়েভ সফরের কথা বিবেচনা করা হবে।
একাত্তর/জো