সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

পাকিস্তানে জোট সরকার গঠনে তোড়জোড়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

পাকিস্তানে নির্বাচন শেষে দেশটিতে কি ধরনের সরকার হতে চলেছে, তা নিয়ে গোটা বিশ্বজুড়েই আলোচনা চলছে। বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত সরকার গঠনে নিশ্চিত হতে পারেনি কোন দলই। জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দলগুলো। 

নানা নাটকীয়তা শেষে আর বিলম্বে ভোট গণনা শুরু করার বিতর্ক নিয়েই শনিবার রাতে পাকিস্তানের নির্বাচন কমিশন সবশেষ ফলাফল দিয়েছে। এতে ২৬৫টি আসনের মধ্যে ২৬৪ আসনের ফল জানা গেছে। সেখানে ৯৭ আসনে জয়ী হয়েছেন ইমরান খানের দল পিটিআই-এর স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ জয় পেয়েছে ৭৬ আসনে। আর বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৪টি আসন।

পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানে জোট সরকারই হতে চলেছে। কারণ, পিটিআই এই নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে পারেনি। ইমরান খানের মনোনীত প্রার্থীরা স্বতন্ত্র পরিচয়ে ভোটের মাঠে লড়াইয়ে করে বিজয়ী হলেও তাদের পক্ষে সরকার গঠন করা সম্ভব নয়, কারণ স্বতন্ত্ররা কোন দল বা জোট নয়। তবে বিশ্লেষকরা এও মনে যে, জোট সরকার হলেও সহসা পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না। 

সরকার গঠন করতে হলে ১৩৪টি আসন থাকতে হবে। এর মধ্যেই মুসলিম লিগ-এন এবং পিপলস পার্টি নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। তবে সংখ্যারগরিষ্ঠতা পেতে হলে তাদের আরো অন্তত পাঁচজন স্বতন্ত্র সংসদ সদস্য অথবা অন্তত পাঁচজন নির্বাচিত এমপি রয়েছে, এমন দলের সমর্থন দরকার হবে।

পিএমএলএন নেতা মারিয়াম আওরঙ্গজেব জানান যে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) পাকিস্তান তাদের নেতা নওয়াজ শরীফের সাথে বৈঠক করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পাকিস্তান মুসলিম লিগের প্রধান সমন্বয়ক মারিয়াম নওয়াজ শরীফও এতে উপস্থিত ছিলেন। 

বৈঠকটি আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। এ সময় এমকিউএম দলের কাছ থেকে জোট সরকার গঠনে সমর্থন চাওয়া হয়েছে। তবে এ ব্যাপারে কট্টর ইসলামপন্থী হিসাবে পরিচিত দলটির কাছ থেকে কোন ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বৈঠকে সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। 

নির্বাচনে নিজেদের বিজয় ঘোষণা করে পিএমএলএন নেতা নওয়াজ শরীফ তার ছোটভাই শাহবাজ শরীফকে পাকিস্তান পিপলস পার্টি- পিপিপি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট- এমকিউএম, জামিয়তে উলামায়ে ইসলাম এবং অন্যান্য দলের সাথে জোট বোঝাপড়া করে সরকার গঠনের নির্দেশনা দিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জানিয়েছেন সরকার গঠনের ব্যাপারে পিএমএলএন বা অন্য কোন রাজনৈতিক দলের সাথেই তাদের কোন রকম আলোচনা হয় নি। তিনি বলেন, আমরা সব কেন্দ্রের ফলাফলের জন্য অপেক্ষা করছি। এরপর নিজেরা বসে আগামী করণীয় ঠিক করা হবে। 

নির্বাচনের আগে পিপিপির কেন্দ্রীয় কমিটি বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত করে। তাই ধারণা করা হচ্ছে, নওয়াজের সঙ্গে জোট সরকার গঠনে রাজি হলেও, সেই সরকারে পিপিপি তাদের নিজস্ব হিসাব নিকাষ মিলিয়েই তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

অন্যদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান আশা জানিয়েছেন, তাদের দলের মনোনীত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় রাষ্ট্রপতি তাদেরকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবে। তিনি মনে করে, তাদেরকে ডাকা হলে, দেশ সংবিধান অনুযায়ীই সরকার গঠন করবেন এবং সংসদে সেটির প্রমাণও দেবেন। 

তিনি আরও দাবি করেন, জাতীয় পরিষদের বেশিরভাগ আসন তারা জিতেছেন এবং ঘোষণা দেন- তার দল কেন্দ্র, খাইবার পাখতুন ও পাঞ্জাবে সরকার গঠন করবে। তিনি আরও ইঙ্গিত দেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা একটা ছোট রাজনৈতিক দলে যোগ দিতে পারে, যাতে সংসদের সংরক্ষিত আসনগুলো পাওয়া যায় এবং সরকার গঠন করা যায়। আর এই প্রক্রিয়াতে সাংবিধানিক কোন বাধা নেই। 

বিশ্লেষকরা মনে করছেন, যারাই সরকার গঠন করতে যাক পিটিআই হবে সেখানে প্রধান ফ্যাক্টর। দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নতুন সরকার গঠনে বড় ভূমিকা রাখতে পারেন। বল এখন তার কোর্টেই, আর তিনি তার ছেলে বিলাওয়াল ভু্ট্টোকে প্রধানমন্ত্রীত্ব গ্রহণের জন্য আহবান জানাতে পারেন।

একাত্তর/এসি
পাকিস্তানের উত্তরতম প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় তিনটি আলাদা অঞ্চলে সেনাবাহিনীর গুলিতে ‘ভারত সমর্থিত’ ৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজ দেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারত সরকার। গ্রেপ্তারদের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ মজুর, কেউ পড়ুয়া, আবার কেউ ইউটিউবার। তারা
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। জব্দ করা হয়েছে মদ, গাঁজাসহ মাদক গ্রহণের নানান ধরনের সরঞ্জামাদি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত