সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

প্যারিসে ইরানি দূতাবাসে আত্মঘাতীর হুমকি দেয়া ব্যক্তি গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেট বা দূতাবাসে নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তল্লাশির পর তার কাছে কোনো বিস্ফোরক পায়নি ফরাসি পুলিশ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। 

পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানায়, সকালে ওই ব্যক্তিকে ইরানি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা যায়। এসময় তার কাছে একটি গ্রেনেড ও বিস্ফোরক ভেস্ট ছিলো বলে মনে হয়েছিল। এর পরপরই পুলিশ এলাকাটি ঘেরাও করে। এর কিছুক্ষণ পরে কনস্যুলেট ত্যাগ করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করেনি প্যারিস কর্তৃপক্ষ। 

ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিএফএম-এর খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির কাছে নকল গ্রেনেড ছিলো। 

ফরাসি পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, গেলো বছর সেপ্টেম্বরে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টার জন্য যাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছিল, ইনিই সেই ব্যক্তি।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কনস্যুলেটে মেঝেতে ইরানের পতাকা পা দিয়ে মাড়িয়েছিলেন এবং বলছিলেন, তিনি তার ভাইয়ের হত্যার বদলা নিতে চান।

ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

এর আগে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সূত্রগুলোর দাবি, ইসরাইল ইরান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। 

তবে ইরান বলছে, ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইসরাইলও সরাসরি এ হামলার দায় স্বীকার করেনি। 

এদিকে এ ঘটনার পর প্যারিসের মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই পরামর্শ ফরাসি পুলিশেরও। 

আরবিএস
ইরানের রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় ড্রোন উড়িয়ে নারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। নারীদের হিজাব পরতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপও ব্যবহার করা...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
প্যারিসের একটি রেলস্টেশনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বোমা পাওয়া গেছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে বিপর্যয় ঘটে। 
ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদেহ বলেছেন, শিগগিরই দখলদার ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে। 
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত