ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরানি কনস্যুলেট বা দূতাবাসে নিজেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তল্লাশির পর তার কাছে কোনো বিস্ফোরক পায়নি ফরাসি পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটেছে।
পুলিশের একটি সূত্র রয়টার্সকে জানায়, সকালে ওই ব্যক্তিকে ইরানি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা যায়। এসময় তার কাছে একটি গ্রেনেড ও বিস্ফোরক ভেস্ট ছিলো বলে মনে হয়েছিল। এর পরপরই পুলিশ এলাকাটি ঘেরাও করে। এর কিছুক্ষণ পরে কনস্যুলেট ত্যাগ করার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে তার পরিচয় প্রকাশ করেনি প্যারিস কর্তৃপক্ষ।
ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিএফএম-এর খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির কাছে নকল গ্রেনেড ছিলো।
ফরাসি পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, গেলো বছর সেপ্টেম্বরে ইরানি কনস্যুলেটের কাছে অগ্নিসংযোগের চেষ্টার জন্য যাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হয়েছিল, ইনিই সেই ব্যক্তি।
ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি কনস্যুলেটে মেঝেতে ইরানের পতাকা পা দিয়ে মাড়িয়েছিলেন এবং বলছিলেন, তিনি তার ভাইয়ের হত্যার বদলা নিতে চান।
ইরান ও ইসরাইলের মধ্যকার উত্তেজনার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
এর আগে শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সূত্রগুলোর দাবি, ইসরাইল ইরান লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।
তবে ইরান বলছে, ইস্পাহান শহরের ওপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ইসরাইলও সরাসরি এ হামলার দায় স্বীকার করেনি।
এদিকে এ ঘটনার পর প্যারিসের মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই পরামর্শ ফরাসি পুলিশেরও।