সেকশন

বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো কলম্বিয়া

আপডেট : ০২ মে ২০২৪, ০২:৪০ পিএম

গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো দখলদার ইসরাইলকে এক ঘরে করার মিছিল আরও বড় হলো। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে এবার দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক বক্তব্যে পেত্রো বলেন, বৃহস্পতিবারই ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। এ সময় ইসরাইলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন তিনি। বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।

গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল লাতিনের দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিলো।

গত মার্চেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। তিনি বলেন, ইসরাইল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোন সম্পর্ক রাখতে রাজি নন তিনি। গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে ও জিম্মিদের মুক্তিও দাবি করেন পেত্রো।

গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পরপরই ইসরাইলের সমালোচনায় সোচ্চার হন পেত্রো। সে সময় ইসরাইলের পক্ষ থেকে জানানো হয় যে, তারা কলম্বিয়ায় ‘নিরাপত্তা সামগ্রী রপ্তানি বন্ধ’ করে দিচ্ছে। এর একমাস পর গাজায় ইসরাইলের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোয় ইসরাইলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া। গাজায় হামলার কারণে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

এআর
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। 
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ভয়াবহ এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৪০৪ জন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইল। ভয়াবহ এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৪২ জন।
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তারা "সব রকমের সম্ভাবনার" জন্য প্রস্তুত এবং "উচ্চ সতর্কতা" বজায় রেখেছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। আর তার জন্য অবসর ভাঙিয়ে ফেরানো হয়েছে সুনীল ছেত্রিকে। এই ঘটনায় রীতিমত রেগে আগুন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। জানিয়েছেন, তরুণদের সুযোগ না দিয়ে এবং তাদের...
সৌদিতে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরেছেন জামাল ভুইয়ারা। ভিআইপি গেট দিয়ে একে একে বের হচ্ছিলেন জামাল রাকিব তারিক কাজীরা। কিন্তু ক্যামেরার ফ্রেম খুজে ফিরছিলো একটি মুখকে। ইতালির বংশদ্ভুত...
ইনজুরি ছিটকে দিলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ পড়লেন এলএমটেন। মেসির না থাকার খবর নিশ্চিত করেছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। সুস্থ হতে সময় লাগবে, আর পুরোটা সময় লিও...
দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেসার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভেকি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত