গাজা উপত্যকায় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো দখলদার ইসরাইলকে এক ঘরে করার মিছিল আরও বড় হলো। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে এবার দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
বুধবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের এক বক্তব্যে পেত্রো বলেন, বৃহস্পতিবারই ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে কলম্বিয়া। এ সময় ইসরাইলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন তিনি। বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না।
গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল লাতিনের দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরাইল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিলো।
গত মার্চেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। তিনি বলেন, ইসরাইল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে না নেওয়া পর্যন্ত দেশটির সঙ্গে কোন সম্পর্ক রাখতে রাজি নন তিনি। গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে ও জিম্মিদের মুক্তিও দাবি করেন পেত্রো।
গত বছরের অক্টোবরে গাজায় হামলা চালানোর পরপরই ইসরাইলের সমালোচনায় সোচ্চার হন পেত্রো। সে সময় ইসরাইলের পক্ষ থেকে জানানো হয় যে, তারা কলম্বিয়ায় ‘নিরাপত্তা সামগ্রী রপ্তানি বন্ধ’ করে দিচ্ছে। এর একমাস পর গাজায় ইসরাইলের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ আনেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।
গত ফেব্রুয়ারিতে গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোয় ইসরাইলি অস্ত্র কেনা স্থগিত করে কলম্বিয়া। গাজায় হামলার কারণে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়াও ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।