সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

নেতানিয়াহুকে আটক করতে চায় নরওয়ে

আপডেট : ২২ মে ২০২৪, ০৮:০১ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে নরওয়ে তাদের আটক করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড। 

মঙ্গলবার নরওয়েজিয়ান টিভি-২'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার সরকারের অবস্থান স্পষ্ট করেন। খবর দ্য প্যালেস্টাইন ক্রনিকলস। 

এসপেন বলেন, হেগের আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আর তারপর নেতানিয়াহু বা গ্যালান্ট যদি নরওয়েতে প্রবেশ করলে তাদেরকে আটক করা হবে। 

তিনি আরও বলেন, নরওয়ের আইনে স্পষ্ট বলা আছে, আইসিসি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটক করে ওই আদালতের কাছে হস্তান্তর করতে হবে। আমরা আশা করছি আইসিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ একই কাজ করবে।

এর আগে সোমবার আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুপারিশ করেন। শিগগিরই আইসিসির বিচারকদের একটি প্যানেল ওই সুপারিশ বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে আশা করা হচ্ছে।

করিম খান অবশ্য দুই ইসরাইলি শীর্ষ কর্মকর্তার পাশাপাশি হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মাদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করেছেন। 

তবে হামাস বলেছে, গাজায় গণহত্যা পরিচালনাকারী দখলদারদের সঙ্গে নিজ ভূখণ্ড রক্ষার কাজে নিয়োজিত যোদ্ধাদের একই পাল্লায় মাপা ঠিক হয়নি। 

অন্যদিকে ইসরাইল সরকার ও মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইসরাইল এবং হামাসের মধ্যে কোনো তুলনা হয় না।  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল কোনো গণহত্যা চালাচ্ছে না বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি ইসরাইলের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র অভিযোগও তিনি নাকচ করে দিয়েছেন। 

আরবিএস
টানা চতুর্থ রাতেও একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরাইল ও ইরান।
বিশ্বের দুর্ধর্ষতম গোয়েন্দা সংস্থার কয়েক বছরের নিখুঁত পরিকল্পনা আর প্রস্তুতির ফলাফল ইরানের সর্বোচ্চ স্তরে সফল হত্যাকাণ্ড। কেমন ছিলো ইসরাইলের সেই মাস্টারপ্ল্যান?
ইসরাইলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।
গত শুক্রবার ভোরে তেহরানসহ ইরানের বেশ কিছু এলাকার পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল। জবাবে ফুঁসে উঠে ইরানও।
আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরেও সতর্কতা দেখাতে বলা হয়েছে।
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত