আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্র মঙ্গোলিয়ায় সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরের আগে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহবান জানিয়েছে ইউক্রেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশে সফর করতে যাচ্ছেন পুতিন।
আইসিসির একজন মুখপাত্র বলেন, মঙ্গোলিয়ার ওপর আইসিসির নিয়মকানুন মেনে চলার "দায়বদ্ধতা" রয়েছে, তবে এর মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করতেই হবে।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, এই সফর নিয়ে তাদের "কোনো উদ্বেগ" নেই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোতে সাংবাদিকদের বলেছেন, মঙ্গোলিয়া আমাদের অংশীদার। তাদের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে।
এর জেরে ২০২৩ সালে যুদ্ধাপরাধের অভিযোগ এনে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
সংস্থাটির অভিযোগ, ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য পুতিন দায়ী।
পুতিন ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া আলেক্সেভনা লোভা-বেলোভারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
জাতিসংঘের সহযোগিতায় তৈরি করা একটি তদন্তে প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনে বিস্তৃত মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, যার মধ্যে রয়েছে জোরপূর্বক শিশুদের দেশান্তরিত করা।
তবে পুতিন এবং বেলোভারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও, কাউকে গ্রেপ্তার করার কোনো ক্ষমতা নেই আইসিসির।