বিতর্কিত সব অভিযোগে গত এক বছরের বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসান দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। দুইদিন আগে ‘হাক্কিকি আজাদি মার্চ’ মামলায় খালাস পেলেও মুক্তি মিলছে না তাঁর। কারণ, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বেচাকেনার মামলায় শুনানি চলছে।
তবে খবর হলো কারাগারে ভালো নেই- ইমরান খান। তাঁকে ঠিকমতো খেতে-পড়তে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে পিটিআই। আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান গহর আলী খান। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেলখানায় দুর্ব্যবহার করা হচ্ছে। তাকে খাবারের কষ্টও দেওয়া হচ্ছে।
পাকিস্তানের বিভিন্ন সংবাদ ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কারাগারে ইমরান খানকে ঠিক মতো খাবার দেয়া হচ্ছে না। পিটিআই চেয়ারম্যান তোপ দেগে বলেছেন, খাবারের কষ্টের কারণের তাদের পুষ্টিহীনতার শিকার হতে পারেন। একজন ভি-ভিআইপি বন্দি যে ধরনের সুবিধা ভোগ করে থাকেন, সেসব সুবিধার বেশিরভাগই ইমরান খান পাচ্ছেন না। তিনি এরজন্য সরকারের কৈফিয়তও চেয়েছেন।
আদিয়ালা কারাগার থেকে বেরিয়ে গহর আলী খান আরও বলেছেন, ইমরান খান তাকে জানিয়েছেন, তাঁর সেলের বিদ্যুৎ সরবরাহ পাঁচ দিনের জন্য স্থগিত ছিল। তাকে সংবাদপত্র বা টিভি সুবিধা দেয়া হয়নি। তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে। কারা কর্তৃপক্ষের এহের আচরণের নিন্দা জানিয়ে ইমরানকে কারাগারে তার প্রাপ্য সব সুযোগ সুবিধা দেয়ার দাবিও জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান।
গহর আলী খানের এমন অভিযোগের পর, ইমরান খানের খাবারের মেনু প্রকাশ করেছে সেই আদিয়ালা জেল কর্তৃপক্ষ। জানিয়েছে, ইমরান খানকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়ামের সুযোগ সহ সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তার জন্য একজন পেশাদার বাবুর্চি খাবার প্রস্তুত করে থাকেন। যার মধ্যে তার স্বাদের জন্য বিস্তৃত খাবার অন্তর্ভুক্ত ছিলো। যা খেতে চায় তাই দেয়া হয়।
ইমরানকে কী কী খাবার দেওয়া হচ্ছে, সেসবও উল্লেখ্য করেছে কারা কর্তৃপক্ষ জানায়, মিস্টার খান সকাল বেলার নাস্তায় পাচ্ছেন কফি, চিয়া বীজ, বিটরুটের রস, দই, চাপাতি, বিস্কুট এবং খেজুর। দুপুরের খাবারের জন্য তাকে ঐতিহ্যবাহী সব তরকারি, স্থানীয় মুরগি, চাপাতি, সালাদ, সবুজ চা এবং মাটন পরিবেশন করা হয়। রাতের খাবারের মধ্যে রয়েছে পোরিজ, নারকেল, নারকেল জুস এবং আঙুর।
এসব খাবার ইমরান খানের সহকারী সুপারিনটেনডেন্টের সরাসরি তত্ত্বাবধানে একজন পেশাদার বাবুর্চি প্রস্তুত করছেন। সংবাদ সম্মেলনের সময় পিটিআই নেতারা ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহারের যে দাবি করা হয়েছিল তা খারিজ করে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে বলেছে, কিং খানের খাবার তার পছন্দ অনুযায়ী এবং কঠোর তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়। এই তালিকা নিয়ে কোনো মন্তব্য করেনি পিটিআই।