যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যাপিটল ভবনের ভেতরে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেন তিনি। তাঁকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এই নিয়ে তিনি দ্বিতীয়বার ট্রাম্পকে শপথ পড়ালেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটুন্ডায় তিনি শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের কয়েক মিনিট আগে তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। ট্রাম্পের আগে শপথ নেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং তাদের পরিবারের সদস্য ছাড়াও দেশের বিভিন্ন পর্যায়ের নেতারা। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং তার প্রশাসনের জেষ্ঠ কর্মকর্তারা।
ট্রাম্প অনুষ্ঠানস্থলে আসার আগে সেখানে উপস্থিত হন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিদেশি অতিথি হিসেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেসলার ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, মেটার সিইও মার্ক জুকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারই প্রথম প্রথা বা ঐতিহ্য ভেঙ্গে শপথ অনুষ্ঠানে অন্তত ১২ দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এছাড়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কমপক্ষে ৬০০ মানুষ। একইসাথে ক্যাপিটল হিলের আশপাশে লাখো জনতা সরাসরি ট্রাম্পের শপথ দেখেছেন। শপথ নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর অভিষেক ভাষণ দেন। এ সময় তাঁর প্রশাসনের মূল নীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরেন ট্রাম্প।
কিছু আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হয়। সাধারণত প্যারেডটি পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়।
তবে, আবহাওয়ার কারণে এই প্যারেড হবে বিশ হাজার আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান এলাকার ভেতরে অনুষ্ঠিত হয়। এলক্ষ্য নেয় হয় কঠোর নিরাপত্তা ব্যববস্থা।
আমেরিকান গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে ৭৮-বছর বয়সী ট্রাম্প দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পড় পরাজিত হয়ে চার বছর পড় আবার জয়ী হয়ে ক্ষমতায় ফিরে এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর পড় দ্বিতীয় মেয়াদ লাভ করেন।