চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ভূমিধসের ঘটনায় ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকালে প্রদেশটির ইবিন অঞ্চলের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে।
সিসিটিভি বলছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দুই জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর ২০০ জনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় প্রশাসনের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থলে একটি কমান্ড সেন্টার স্থাপন করা হয়েছে। প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধার কাজের জন্য সব ধরনের চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক ব্যবস্থা নিতে বলেছেন।
এছাড়া, চীনের প্রধানমন্ত্রী লে ছিয়াং কাছাকাছি এলাকাগুলোতে ভূতাত্ত্বিক কোনো বিপদের ঝুঁকি আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গেল কয়েক মাস ধরে এখানে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করেছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, শত শত উদ্ধারকর্মী অভিযান চালাচ্ছেন। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট সি কর্তৃপক্ষকে নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলায় সম্ভাব্য সব কিছু করার নির্দেশ দিয়েছেন।
এদিকে, ভেঙে যাওয়া অবকাঠামোর পুনর্গঠন ও জনসেবার জন্য চীনের কেন্দ্রীয় সরকার ৫০ মিলিয়ন ইউয়ান (৬.৯ মিলিয়ন ডলার বা ৫.৫ মিলিয়ন পাউন্ড) বরাদ্দের ঘোষণা দিয়েছে।
ভূতাত্ত্বিক কারণে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ি অঞ্চলগুলো ভূমি ধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে ইউনান প্রদেশে এক ভয়াবহ ভূমি ধসে অন্তত ৩০ জন নিহত হন। এছাড়া ২০১৩ সালের জানুয়ারিতে একই অঞ্চলে ভূমি ধসে ১৮ জনের প্রাণহানি ঘটে।