ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদেহ বলেছেন, শিগগিরই দখলদার ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে।
আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার হাজিজাদেহ মঙ্গলবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তেহরান ভিত্তিক পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের সময় ইরান ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ-১ ও ২ নামের দু’টি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদেহ ওই দু’টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শিগগিরই ট্রু প্রমিজ-৩ অভিযান চালানো হবে।
ইরানের বিরুদ্ধে আমেরিকা ও দখলদার ইসরাইল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে এ কমান্ডার বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়।
তিনি আরও বলেন, আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে নিশ্চিত যে, শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের সমরাস্ত্র উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনও বন্ধ হয়নি দাবি করে হাজিজাদেহ বলেন, আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমরাস্ত্র উৎপাদন কখনও একদিনের জন্যও বন্ধ হয়নি।
ইরানের এই সেনা কর্মকর্তা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানে বোমা হামলা করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করাকে প্রাধান্য দেবেন।
অন্যদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করেছে যে, তেল আবিব অচিরেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা চালানোর মতো ভুল পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইল কেউই গ্রহণ করবে না। এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।