জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা নগরীর একটি হাসপাতালে যাওয়ার পথে ছয় যাত্রী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে উদ্ধার করে।
জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ৮৬ বছর বয়সী রোগী, তার ৬৮ বছর বয়সী পরিবারের সদস্য ও ৩৪ বছর বয়সী একজন ডাক্তারকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। হেলিকপ্টারে থাকা অপর তিন ব্যক্তির জ্ঞান ছিলো বলেও জানানো হয়েছে।
সোমবার এক হেলিকপ্টার অপারেটর কর্মকর্তা জানিয়েছেন, বিমানে থাকা পাইলট ও মেকানিক উভয়ই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনো বিপত্তির কারণ ছিলো বলে মনে হচ্ছে না। জাতীয় সমুদ্র সুরক্ষা কমিটি বিষয়টি তদন্ত করবে।
আসাহি শিম্বুন দৈনিক জানায়, গত বছরের জুলাই মাসে একই কোম্পানির একটি হেলিকপ্টার ফুকুওকা অঞ্চলে কৃষিজমিতে বিধ্বস্ত হলে দুই জনের মৃত্যু হয়।
এ ঘটনায় হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক’।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে।