সেকশন

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
 

মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে কুচকাওয়াজের পরিকল্পনা নেই: হোয়াইট হাউস

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে ১৪ জুন ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করা হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাকে ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর রাস্তায় আমেরিকান সামরিক শক্তির একটি অস্বাভাবিক প্রদর্শনের পরিকল্পনার কথা প্রথম ওয়াশিংটন সিটি খবরের কাগজে প্রকাশিত হয়েছিল।

প্রকাশিত খবরে বলা হয়েছে যে কুচকাওয়াজটি ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন সদর দপ্তর থেকে হোয়াইট হাউস পর্যন্ত চার মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সোমবার (৭ এপ্রিল) এএফপিকে জানিয়েছেন, কোনো সামরিক কুচকাওয়াজের পরিকল্পনা করা হয়নি।

ফ্রান্সে বাস্তিল দিবসের কুচকাওয়াজে যোগ দেয়ার পর ট্রাম্প তার প্রথম মেয়াদে ওয়াশিংটনে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজনের ধারণাটি উত্থাপন করেছিলেন।

তবে, পেন্টাগন যখন বলেছিল যে এর জন্য ৯২ মিলিয়ন ডলার খরচ হতে পারে এবং ট্যাঙ্ক এবং অন্যান্য ভারী সামরিক যানবাহন শহরের রাস্তাগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বলে উদ্বেগ প্রকাশ করার পর এটি কখনই বাস্তবায়িত হয়নি।

একাত্তর/আরএ
হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতে মুখ খুলেই ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসকে এপির নিষেধাজ্ঞা তোলার নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে সংবাদসংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে অন্য সাংবাদিকদের মতোই ঢুকতে দিতে হবে বলেও মন্তব্য করেছেন বিচারক।
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে যোগ দেয়ার সময় বাধা দেয়ায় হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও এ পরিস্থিতিতে 'যে কোনো পদক্ষেপের জন্য' মোদী সরকারের প্রতি পূর্ণ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অপহৃত পাঁচ শিক্ষার্থী মুক্ত হয়েছেন বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। তবে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত