জার্মানির ফ্রাঙ্কফুর্টের উত্তরের শহর বাড নাউহাইমে বন্দুক হামলায় দুই জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) মধ্য জার্মানিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বার্তা সংস্থা ডিপিএ পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে, এখন পর্যন্ত আমদের কাছে এক জন অপরাধীর ইঙ্গিত আছে, তবে এই অপরাধে অন্যান্য ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, শনিবার একটি অ্যাপর্টমেন্ট ব্লকের সামনে দুই জনের মরদেহ পাওয়া যায়। নিহত দু’জনই পুরুষ। এর বাইরে অপরাধের বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ। ঘটনায় নিহতদের বিষয়েও আর কোন তথ্য দেয়নি তারা।