সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

ডিমের দাম বৃদ্ধি নিয়ে পুতিনের দুঃখপ্রকাশ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম

ডিমের দাম বৃদ্ধি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ডিমের দাম নিয়ে এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি এ দুঃখপ্রকাশ করেন।

সংবাদমাধ্যমের প্রতিনিধি ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলের জনগণের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে পেনশনভোগী আইরিনা আকোপভাকে রান্নাঘরের টেবিলে বসা অবস্থায় দেখানো হয়েছে। সেখান থেকে ভিডিও লিঙ্কে রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত হন তিনি। খবর রয়টার্স’র।

ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করে আকোপভা রুশ প্রেসিডেন্টকে বলেন, ‘ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ, পেনশনভোগীদের প্রতি সদয় হোন! পেনশন থেকে আমরা লাখো রুবল পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো আমাদের আর কেউ নেই। আমি আপনার প্রতি খুব কৃতজ্ঞ। আমি আপনার সহযোগিতার পাওয়ার আশায় রয়েছি।’

এই প্রশ্নে রুশ নাগরিকদের জীবনযাত্রার মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশের দিকে এগিয়ে যাচ্ছে।

জবাবে পুতিন বলেছেন, ‘আমি এ জন্য দুঃখপ্রকাশ করছি। এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি অদূর ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের প্রতি তিনি কেমন সহানুভূতিশীল তা তুলে ধরেন। এতে জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

চলতি সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, ১২০ কোটি ডিম আমদানির ক্ষেত্রে আগামী বছর প্রথম ছয় মাসে শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম ৪০ শতাংশ বেড়ে যাওয়াতে, তা নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনগণের সঙ্গে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে যেসব নাগরিক বিভিন্ন সমস্যা পুতিনের দৃষ্টিগোচরে এনেছেন নাগরিকরা, প্রশ্নোত্তর পর্ব চলাকালেই তার অনেকগুলোর সমাধান হয়েছে।

 

একাত্তর/জো
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষের শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ঘনিষ্ঠতম বন্ধু বলে উল্লেখ করেছেন। একইসাথে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক...
দেখতে দেখতে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তিধর দেশ রাশিয়ার ক্ষমতায় ২৫ বছর পার করলেন ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পান তিনি।
ইউক্রেনীয় বাহিনীর হাতে ধরা পড়া উত্তর কোরিয়ার এক আহত সেনা মারা গেছেন। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার একটি বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত