সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

জেরুজালেমে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ পিএম

ইসরাইলের জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সামরিক বাহিনীতে নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থেকে আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের অব্যাহতি দেওয়ার বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে।

রোববার কয়েকটি বিক্ষোভকারী সংগঠন গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভের আয়োজন করে। এর মধ্যে ২০২৩ সালে ইসরাইলে গণবিক্ষোভে নেতৃত্বদানকারী কয়েকটি সংগঠনও আছে।

রোববারের এই বিক্ষোভে নতুন সরকার গঠনের জন্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নুরিত রবিনসন নামের ৭৪ বছর বয়সী এক ইসরাইলি বলেন, এ সরকার একেবারে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা ইসরাইলিদের অতলগহ্বরে নিয়ে যাবে।

বিক্ষোভকারীরা ইসরাইলি পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছিলেন, ‘এখনই নির্বাচনের আয়োজন করুন।’

এদিকে, বিধি অনুযায়ী, বেশিরভাগ ইসরাইলি নাগরিককে নির্দিষ্ট মেয়াদে সামরিক বাহিনীতে যোগ দিতে হয়। এই বাধ্যবাধকতা থেকে আল্ট্রা-অর্থোডক্স ইহুদি পুরুষদের অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে ও বাধ্যবাধকতার ন্যায্য বণ্টন নিশ্চিতের দাবিও জানানো হয় বিক্ষোভে।

রোববার তেল আবিবেও বিক্ষোভ হয়। গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের কয়েকজনের পরিবার তেল আবিবের একটি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই বিক্ষোভে অন্যরাও অংশ নেয়। তারা জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। 

গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। চলমান এ সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৬০০ ইসরাইলি সেনা নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি ইসরাইলি সামরিক বাহিনীতে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

ইসরাইলের এন টুয়েলভ নিউজের প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভের ঘটনা এটি। বিক্ষোভে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে  ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ ও ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, কোনো একটি সমাধানে পৌঁছার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। যুদ্ধের এ পর্যায়ে ইসরাইল যখন জয়ের খুব কাছে, তখন নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে কয়েক মাসের জন্য পঙ্গু করে দেবে বলে মন্তব্য করেন তিনি।

 

একাত্তর/জো
২০২৩ সালে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ৭ অক্টোবরের ওই হামলা আঁচ করতে ব্যর্থতার জন্য ইসরাইলের নিরাপত্তা প্রধান রনেন বারকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী...
ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের জন্য এই সীমিত স্থল অভিযান শুরু করেছে তারা।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। 
সম্প্রতি এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে রাজনৈতিক শোভাযাত্রা করায় তাসনিম জারার আহবান করা ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় স্বস্তি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ বছরে রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি...
এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত