সেকশন

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

মণিপুরে ঢুকেছে মিয়ানমারের ৯০০ কুকি যোদ্ধা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি ‘সন্ত্রাসী’ প্রবেশ করেছে বলে এক গোয়েন্দা রিপোর্টের বরাতে দাবি করেছেন রাজ্যটির নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এবং এটিকে হালকাভাবে না নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে এই চাঞ্চল্যকর তথ্য দিলেন নিরাপত্তা উপদেষ্টা সিং। খবর ইন্ডিয়া টুডে’র।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কুলদীপ সিং বলেছেন, ‘আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের বিশ্বাস, এই গোয়েন্দা প্রতিবেদন ১০০ শতাংশ সত্যি।’

সাংবাদিক সম্মেলনে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। ছবি: সংগৃহীত।

নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত-মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি ‘সন্ত্রাসী’ সদ্য প্রশিক্ষিত ড্রোন-ভিত্তিক বোমা, প্রজেক্টাইল, মিসাইল ও জঙ্গলযুদ্ধে পারদর্শী।

গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে ওই ৯০০ কুকি যোদ্ধা ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতেদের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

একাত্তর/জো
ভারতের মণিপুর রাজ্যে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।
মণিপুরে যৌথবাহিনীর অভিযানে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পূর্ব ইম্ফল জেলার বঙ্গজাং এবং ইথাম গ্রামের কাছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল সব মিলিয়ে মোট সাতটি আইইডি বিস্ফোরক খুঁজে পায়। 
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পাঁচ জেলায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয়েছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ভারতের আসাম এবং মণিপুর রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত চব্বিশ ঘণ্টায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আসামে ৪৬ জনসহ দুই রাজ্যে মোট ৪৮...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এসময় তিনি শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময়...
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ অবস্থায় দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত