ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি ‘সন্ত্রাসী’ প্রবেশ করেছে বলে এক গোয়েন্দা রিপোর্টের বরাতে দাবি করেছেন রাজ্যটির নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এবং এটিকে হালকাভাবে না নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।
গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে সম্প্রতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে এই চাঞ্চল্যকর তথ্য দিলেন নিরাপত্তা উপদেষ্টা সিং। খবর ইন্ডিয়া টুডে’র।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কুলদীপ সিং বলেছেন, ‘আমরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি সন্ত্রাসী মণিপুরে প্রবেশ করেছে। এই গোয়েন্দা রিপোর্টকে হালকাভাবে নেওয়া যাবে না। আমাদের বিশ্বাস, এই গোয়েন্দা প্রতিবেদন ১০০ শতাংশ সত্যি।’
নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত-মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলির সকল সিনিয়র পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার পাঠানো ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করা এসব কুকি ‘সন্ত্রাসী’ সদ্য প্রশিক্ষিত ড্রোন-ভিত্তিক বোমা, প্রজেক্টাইল, মিসাইল ও জঙ্গলযুদ্ধে পারদর্শী।
গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইতোমধ্যে ওই ৯০০ কুকি যোদ্ধা ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তারা মেইতেদের বিভিন্ন গ্রামে হামলা চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।