সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

যেসব কারণে বাতিল হলো মনোনয়নপত্র

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এরমধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্য দলগুলোর প্রার্থীরাও রয়েছেন। এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। আছেন হেভিওয়েট প্রার্থীও।

স্বতন্ত্রদের মধ্যে বড় অংশ নিয়ম অনুযায়ী এক শতাংশ ভোটারের সমর্থন দেখাতে পারেননি। এছাড়া ঋণ খেলাপ, কর খেলাপসহ নানা কারণে প্রার্থিতা বাতিল হয়েছে।

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) মঙ্গলবার থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এ লক্ষ্যে ইসিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা আলাদা বুথ করেছে সাংবিধানিক সংস্থাটি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

ঢাকা মহানগরের ১৫টি আসনে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে ২৯ জনই প্রয়োজনীয় সংখ্যক সমর্থক জোগাড় করতে পারেননি।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে ভোটের লড়াই থেকে ছিটকে গেলেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের অভিযোগ ছিলো শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব রয়েছে, যা তিনি লুকিয়েছেন।

ঋণ খেলাপের কারণে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্যের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মামুনুর রশিদ কিরণ বর্তমান সংসদ সদস্য।

কর ও ঋণ খেলাপি হওয়ায় নোয়াখালী-৩ ও লক্ষ্মীপুর-৪ আসন থেকে মনোনয়নপত্র বাতিল হয়েছে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নানের।

ঋণ খেলাপের দায়ে মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় ওই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মুহাম্মদ ফরিদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বজলুল হক হারুনকে হতাশ হতে হয়েছে। বিএনপি থেকে আসা শাহজাহান ওমরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

যাচাই বাছাইয়ে শাহজাহান ওমরের মনোনয়ন বৈধ ঘোষণা হলেও বাতিল হয়েছে হারুনের। দলের মনোনয়ন না পাওয়াই তার এই বাদ পড়ার কারণ।

চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলমের প্রার্থিতাও বাতিল হয়েছে। তিনি এবার দলের মনোনয়ন পাননি। দিদারুল মনোনয়নপত্র জমা দেন দলীয় প্রার্থী হিসেবে। তবে এর সঙ্গে দলীয় প্রধান স্বাক্ষরিত কাগজপত্র জমা দিতে না পারায় তা বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী হতে চেয়েছিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। কিন্তু ক্রেডিট কার্ডের বিল বাকি থাকায় বাতিল হয়েছে তার মনোনয়পত্র।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে প্রার্থী হতে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন খন্দকার ‍রুহুল আমিন। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতার সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আয়করও বকেয়া থাকার অভিযোগ রয়েছে।

নওগাঁয় বিভিন্ন অসঙ্গতির কারণে কৌতুক অভিনেতা শামীনুর রহমান ওরফে চিকন আলী, স্বতন্ত্র প্রার্থী ডিএম মাহবুব-উল মান্নাফসহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অপর তিন প্রার্থী হলেন- বিএনএমের প্রার্থী জাবেদ আলী, এনপিপির প্রার্থী স্বপন কুমার দাস ও স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হোসেন।

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবারের নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। তবে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাদ পড়েছে।

হিরো আলম রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করেছিলেন। সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মোট ভোটারের এক শতাংশ সমর্থন ফরমও তিনি জমা দেননি৷

ঢাকা-১৯ আসনে জাতীয় পার্টির দুই প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদসহ ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি তিনি। পরে রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এই নায়িকা। কিন্তু এক শতাংশ সমর্থক জালিয়াতির (ভুয়া স্বাক্ষর) অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদের মনোনয়ন বাতিল হয়েছে ঋণ খেলাপের কারণে।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। মনোনয়নপত্রে মোকাব্বির খান নিজেকে গণফোরামের নির্বাহী সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেননি।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান। মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করা হলফনামায় মামলা ও ঋণের তথ্য না দেওয়ায় তথ্য গোপন করার কারণ উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কিশোরগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পাওয়া নাসিরুল ইসলাম খান ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় প্রার্থিতা প্রথমে স্থগিত রাখা হয়। পরে কাগজ জমা না দেওয়ায় সেটি বাতিল করা হয়।

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী করেছে বর্তমান সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপিকে। তিনি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে। এই আসনে নৌকার মনোনয়ন না পেয়ে প্রার্থী হন লিপির ভাই প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম ও বেসরকারি শিক্ষক অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহাম্মদ সাদী। তবে স্বতন্ত্র প্রার্থী হতে হলে কমপক্ষে এক শতাংশ ভোটারের সইয়ের যে শর্ত আছে, সেখানে ঝামেলায় পড়েন তারা। বাতিল হয় মনোনয়নপত্র।

ঢাকা-–৭ আসন থেকে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমানের মনোনয়ন ফরম বাতিল হয়েছে। কাউন্সিলর পদ থেকে পদত্যাগ না করা এবং ঋণখেলাপি থাকার কারণে তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে।

ঢাকা-২ আসনে হলফনামায় সাক্ষ্য না থাকায় ইসলামী ঐক্যজোটের আশরাফ আলী জেহাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাকের পার্টির জাহাঙ্গীর আলম তার হলফনামায় সম্পদের হিসাব বিবরণীতে না দেওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আয়কর রিটার্ন সার্টিফাইড কপি জমা না দেওয়ায় গণফোরামের শহিদুল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এস এম আব্দুল মান্নান এবং মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-৩ আসনের জহিরুল আলম রুবেলের মনোনয়ন বাতলি হয়েছে ঋণ খেলাপির কারণে।

অন্যদিকে, মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদের মনোনয়ন বাড়ির গ্যাস বিল বকেয়া থাকায় বাতিল হয়েছে।

ঋণখেলাপির অভিযোগে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে সজিব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম ঋণখেলাপি। তিনি প্রায় আট লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সেই হিসাবে এবার প্রায় ২৬ দশমিক নয় শতাংশ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে বলে জানান ইসির যুগ্ম সচিব (আইন) মাহবুবুর রহমান সরকার। সেগুলো হলো স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সই জমা দিতে না পারা, ঋণ ও ইউটিলিটি বিলের খেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব থাকা।

 

কেএসএইচ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল এসিসটেন্ট (আইডিইএ)। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর...
নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা এবং প্রয়োজনীয় সংস্কার আগামী নির্বাচনের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব আশু বাস্তবায়নে নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইসিকে যে চিঠি দেয়া হয়েছিলো তার উত্তর নির্বাচন কমিশন (ইসি) ৩০ এপ্রিল দিবে।
জাতীয় সংসদ নির্বাচনই মূল ফোকাস মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ভোটার লিস্ট হালনাগাদ শেষের দিকে। ১১...
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত