সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

‘দেশে আসুন, কিন্তু গণ্ডগোল পাকায়ে লাভ হবে না’

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, আপনি হয়তো তাকে দিয়ে, একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাবো। আপনি আসবেন, এটা আপনার দেশ। আসেন না কেনো? নাগরিকত্ব তো কারোর যায়নি।

'আপনি নাগরিক, ২১ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে কেউ তো যেতে বলে নাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন। আবার আসেন,' যোগ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। অশ্রদ্ধা কিছু করছি না। কিন্তু গণ্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গণ্ডগোল পাকায়ে কোনো লাভ হবে না। বরং লোকজন আরো ক্ষেপে উঠবে।

আওয়ামী লীগকে একটি বড় রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, প্রচুর ভালভাল নেতা আছেন। আমি এখনই নাম বলতে পারি। এই দলটা এক সময় মধ্যবিত্তদের সেক্যুলারপন্থী দল ছিলো। আপার ক্লাসের মুসলিম লীগ, মিডল ক্লাসের আওয়ামী লীগ।

'সে জন্য দেখবেন, তখনকার মধ্যবিত্ত ইন্টেলেকচুয়াল যারা; বিশ্ববিদ্যালয়ের এখানের ওখানের..। তারা এখনো আছেন। অ্যাক্টিভ না থাকলেও তারা সাপোর্ট করে।'

বঙ্গবন্ধুকে উদ্দেশ করে সাখাওয়াত হোসেন খান বলেন, এত বড় মানুষের দল। যিনি এদেশ স্বাধীন করেছেন। এতে তো কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে.. উনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে।

'সেই দল এ রকমভাবে ভেঙে পড়ে যাবে? লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে, আবার পেলে নাকি কী যেনো হয়! আমি উনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে, আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করে নাই,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, আর একটা দলকে ব্যান করাটা, যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো রাজনৈতিক দল ব্যান করাটা ব্যাড কালচার।

'জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। সেটা করা হয়েছিল সংবিধানে, নাৎসি বলে কোনো পার্টি থাকবে না। আমাদের দেশে তো এটা করা নাই। বঙ্গবন্ধুর ১৯৭২ সালের সংবিধানে কোনো পার্টির নাম ছিল না যে, এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি ব্যান করতে হবে। মুসলিম লীগও তো ছিল,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  

তিনি আরও বলেন, রাজনৈতিক দলকে ব্যান করাটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আজকে মনে করেন, আমি যেটা বলতে চাই না। আরেক পার্টি যদি.. তুই এই করছো, তুমি ওই করছো, তোমাকে ব্যান করে দেবো।

আরবি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে...
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে...
বাবা কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে যুক্ত, সেই অপরাধে রাষ্ট্রের নজরদারিতে ছিলেন নজরুল ইসলাম নামে এক পুলিশ পরিদর্শক।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছর বয়সী শিশু কন্যা হাজেরা খাতুন হত্যাকাণ্ডে জড়িত সৎমা মোছা. রুবি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।  
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত