বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে আগামীকাল সোমবার (২৫ অক্টোবর) সম্প্রীতি সমাবেশ করবে সম্প্রীতি বাংলাদেশ।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ বিকেল তিনটায় অনুষ্ঠেয় এই সমাবেশে একাত্মতা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসম্প্রদায়িক ৭১টি সংগঠন।
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য নষ্ঠ করতে এখনো ষড়যন্ত্র চলছে। সব জনগোষ্ঠীর সমান অধিকারে যারা বিশ্বাস করে না, এ ষড়যন্ত্রের পেছনে তাদের হাত থাকতে পারে। জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার দায় স্বীকার আরও তিনজনের
সোমবারের সম্প্রীতি সামাবেশে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রজন্ম একাত্তর, উদীচী, মুক্তিযুদ্ধ জাদুঘর, মহিলা পরিষদ, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট, রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘসহ ৭১টি অসম্প্রদায়িক সংগঠন একাত্মতা জানিয়েছে।
একাত্তর/এসি