সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

জোড়-বিজোড় সংখ্যার ভিত্তিতে চলবে গাড়ি: মেয়র আতিক

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

ঢাকা সিটি করপোরেশনকে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব দিলে রাজধানীতে কীভাবে যানজট নিরসন করা যাবে তার পরিকল্পনা জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 

তিনি বলেন, দায়িত্ব পেলে গাড়ির নিবন্ধন নম্বর জোড় না বিজোড়- এর ভিত্তিতে রাজধানীতে দৈনিক গাড়ি চালাতে হবে। যেসব গাড়ির নিবন্ধন নম্বর জোড় সংখ্যার, সেই গাড়িগুলো মাসের জোড় তারিখের দিন চলবে এবং বিজোড় সংখ্যার নিবন্ধিত গাড়িগুলো বিজোড় তারিখে চলবে।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির পশ্চিম প্রান্তের বটমূলে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন রাস্তায় কী পরিমাণ গাড়ি চলাচল করে, কোথায় বেশি যানজট হয়- এসব বিষয়ে গবেষণা করা হবে।

তিনি বলেন, উত্তরা এলাকার শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এই মুক্তমঞ্চটি নির্মাণ করেছে ডিএনসিসি। সেখানে শিশু-কিশোররা আড্ডা, গল্প, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ। 

প্রসঙ্গত, দুষণ ও যানজট নিরসনে ২০১৬ সালের ১ জানুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয় এই জোড়-বিজোড় নম্বরের ভিত্তিতে গাড়ি চালানো। চীন, সিঙ্গাপুরে এই নিয়ম আগে থেকে চালু থাকলেও ভারতে আম আদমি পার্টির তৎকালীন ও বর্তমান দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটি শুরু করেন। পরীক্ষামূলকভাবে ১৫ দিন এভাবে গাড়ি চালানোর পর তিনি জোর গলায় এটাকে সার্থক বলে দাবি করেছিলেন।

শুধু কেজরিওয়ালই নন, একই দাবি করেছিলেন দিল্লির পরিবেশ বিজ্ঞানীরাও। তাদের মতে সফল ওই পদ্ধতিতে প্রশংসার ভেসেছিলেন আম আদমি পার্টির এই নেতা।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে আরেকটি স্বর্ণ বাংলাদেশের

তবে, ‘বোঝার ওপর শাঁকের আঁটি’র মতো জোড়-বিজোড় নিয়ম নিয়ে আইনি বিবাদও দেখা দিয়েছিল। আর সেটা গড়িয়েছিল আদালত পর্যন্ত৷ 


একাত্তর/এসি

আগামী ২২, ২৩ ও ২৪ মে রাজধানীর বসুন্ধরায় ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো-২০২৫’...
রাজধানী নারিন্দায় ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহর (রহ.) ১৫৫তম পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে। 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
প্রচণ্ড গরমের এই অবস্থায় রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ক্লান্ত তৃষ্ণার্ত পথচারীদের বিনামূল্যে শরবত রুহ্ আফজা পান করাচ্ছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত