গরীবের ডাক্তার বুলুবুলের প্রাণ নিলো ছিনতাইকারী। রাজধানীর শেওড়াপাড়ায়
গরীবের চিকিৎসক খ্যাত ডা. বুলবুল হোসেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় শেওড়াপাড়া পীরেরবাগ এলসকায় নিজ বাসার সামনে ছিনতাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন তিনি।
পারিবারিক সুত্র জানা যায়, ডা. বুলবুল মগবাজারে রংপুর ডেন্টাল নামে তার একটি চেম্বার রয়েছে। সেখানে গরীব, বড়লোক সবার চিকিৎসা সেবা দিতেন তিনি।
তার স্বপ্ন ছিল গরীবের চিকিৎসা দেয়া। সেই আত্মনিবেদিত চিকিৎসককেই ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে হলো। আকস্মিক এই ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম।
রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
একাত্তর/এসজে