সেকশন

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
 

তথ্য থাকার পরও পিকে’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ৩১ মে ২০২২, ১০:৫০ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশের আলোচিত অর্থ কেলেঙ্কারির হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ করার তথ্য ছিলো বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তাদের কাছে।

অভিযোগ আছে, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পরিদর্শন বাবদ পাঁচ থেকে সাত লাখ টাকা পেতেন তারা। তাই বছরে দুইবার পরিদর্শন করেও, দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংক।

পি কে হালদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এরিমধ্যে মিলেছে ঋণের নামে, ইন্টারন্যাশনাল লিজিং, এফএএস ফাইনান্স ও পিপলস লিজিং এই তিন আর্থিক প্রতিষ্ঠানের টাকা লোপাট করতে কমপক্ষে ৪০টি কাগুজে প্রতিষ্ঠান গড়ে ছয় হাজার ৫০০ কোটি টাকা লোপাটের তথ্যও।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ছিলেন ছিলেন পি কে হাওলাদারের অন্যতম সহযোগী। দুদকের হাতে গ্রেপ্তারের পর এখন তিনি কারাগারে আছেন।

আদালতে দেয়া জবানবন্দিতে রাশেদুল জানান, ২০১৫ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দেয়ার পর জানতে পারেন পি কে হালদার ও তার সহযোগীরা ইন্টারন্যাশনাল লিজিং কিনে নিয়েছে। শেয়ারের মালিক হয়েও পিকে প্রতিষ্ঠানটির বোর্ডে ছিলেন না।

সহ সভাপতি ছিলেন পিকে হালদারের সহযোগী নাহিদা রুনাই। পিকের নির্দেশে নাহিদা রুনাই, আল মামুনসহ অন্যদের সহযোগিতায় পিকে তার নিজের কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ পাশ করিয়ে সেই টাকা আত্মসাৎ করেন।

জবানবন্দীতে উঠে আসে, জেনিথ ও লিপরো ইন্টারন্যশনালের নামে দুটি ভুয়া প্রতিষ্ঠানের নামে বোর্ডের অনুমোদন ছাড়াই এক দফায় ১২৫ কোটি টাকা ও আরেক দফায়ে আরও ২০০ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ করে পিকে হালদার ও তার সহযোগীরা।

জবানবন্দিতে রাশেদুল জানান, পিকে হালদারের ক্ষমতার উৎস ছিলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর। জানা যায়, এস কে সুর নিজের ও পরিবারের সদস্যদের নামে ২১টি  ব্যাংক একাউন্ট পরিচালনা করতেন। সেগুনবাগিচায় কেনেন কোটি টাকার ফ্লাট।

আরও পড়ুন: উচ্চশিক্ষা নিতে ঢাবির ভর্তি পরীক্ষা দিচ্ছেন ৫৫ বছরের বেলায়েত

রাশেদুলের জবানবন্দিতে উঠে আসে, বছরে দু’বার ইন্টারন্যাশনাল লিজিং পরিদর্শনে আসতো কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। প্রতিবার পরিদর্শনে তাদের দেয়া হতো পাঁচ থেকে সাত লাখ টাকা। যে কারণে প্রতি বছর পরিদর্শনের পরও প্রতিষ্ঠানটির কোনো অনিয়ম পায়নি বাংলাদেশ ব্যাংক।

দুদক কমিশনার মোজাম্মেল হক খান জানিয়েছেন, পিকে হালদারের অর্থ আত্মসাতের তদন্ত এবং তাকে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে কমিশন।

দুদক বলছে, ঋণের টাকা আত্মসাৎই নয়, কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ করিয়ে কমিশন বাবদও ২২৭ কোটি টাকা হাতিয়ে নেন দেশের ইতিহাসের অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির হোতা পিকে হালদার।

একাত্তর/আরএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
বাংলাদেশের রাজনৈতিক পালা বদল এবং ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা বন্ধের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের দুই বাংলার লালন মেলায়। 
ভারতীয় এক মিডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যে দেবী কালী বিসর্জনের একটি ভিডিওকে বাংলাদেশের একটি মন্দিরে হামলা হিসেবে ভুলভাবে প্রচার করেছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্ট ওয়াচ’। 
ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ধারাবাহিক বিমান হামলা’ চালাচ্ছে ইসরাইল।
সংসদ নির্বাচনের দল ও প্রার্থীর আচরণবিধি ও সংসদীয় আসনের সীমানা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ ডিস্ট্রিবিউটর প্রতিনিধিদের কাছ থেকে এক কোটি ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফল রপ্তানি বাড়াতে কৃষকদের আরো উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত