রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে সাহিদা নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ডিওএইচএসের তিন নম্বর রোডের একটি বাড়ির পেছন থেকে সাহিদার লাশ উদ্ধার করা হয়। নিহত সাহিদা সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন সাহিদা।
জানা গেছে, আকরাম খানের বাসার পেছনের রাস্তায় মরদেহটি পড়ে ছিল। পরে কাফরুল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সেনা সদস্য এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে।
আরও পড়ুন: রামগড়ে ১৪৪ ধারা জারি
কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিব জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।